বাংলাদেশে জি বাংলার সম্প্রচার বন্ধ! - Mati News
Sunday, January 25

বাংলাদেশে জি বাংলার সম্প্রচার বন্ধ!

জি বাংলারভারতীয় টিভি চ্যানেল  জি বাংলার সম্প্রচার বন্ধ করা হয়েছে বাংলাদেশে। একইসাথে জিউ নেওয়ার্কের জি সিনেমা, জি বাংলা সিনেমা ও জি টিভিসহ এই  চ্যানেলের সম্প্রচার বন্ধ বলেও জানানো হযেছে।

তথ্য মন্ত্রণালয়ের উপসচিব আবদুর রাজ্জাক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। তথ্য মন্ত্রণালয়ের নির্দেশে এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানানো হয়েছে।

অন্যদিকে তথ্য মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খান জানান, মন্ত্রণালয়ের পক্ষ থেকে চ্যানেলগুলো বন্ধ করতে বলা হয়নি। ক্যাবল অপারেটরদের কাছে এসব চ্যানেলে বাংলাদেশি বিজ্ঞাপন সম্প্রচার হচ্ছে কিনা তা জানাতে বলা হয়েছে। বিষয়টি সাতদিনের মধ্যে জানাতে ক্যাবল অপারেটরদের নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার বিভিন্ন ক্যাবল অপারেটর প্রতিষ্ঠানগুলোকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জি বাংলার সম্প্রচার বন্ধের এমন নির্দেশনা পাঠানো হয়েছে বলে জানা গেছে।

সূত্র : সমকাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *