class="post-template-default single single-post postid-13680 single-format-standard wp-custom-logo group-blog vl-boxed aa-prefix-matin-">
Shadow

নতুন খবর দিলেন অভিনেত্রী জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এইতো কয়েকদিন আগে তিনি ঢালিউডে তার অভিনীত ও প্রযোজিত ‘দেবী’ ছবিটি দর্শকদের উপহার দিয়েছেন। নতুন বছরে আবারো তার প্রোডাকশন হাউজ থেকে নতুন ছবি প্রযোজনার কথা জানালেন চলচ্চিত্রের এই জনপ্রিয় মুখ। জয়া আহসান গতকাল মানবজমিনকে বলেন, ‘দেবী’ ছবিটি মুক্তির পর দেশে ও বিদেশে বেশ সফলতা পেয়েছি। দর্শকরা এ ছবিটি গ্রহণ করেছেন। প্রযোজক হিসেবে এ সফলতা শুধু আমার একার না, টিমের সবার। ‘হরর’ ঘরানার এ ছবির পর নতুন ছবি প্রযোজনার সিদ্ধান্ত নিয়েছি। বর্তমানে নতুন ছবিটি নিয়ে প্রি-প্রোডাকশনের কাজও শুরু করেছি।

নতুন বছরে ছবির নামসহ কলাকুশলীর নাম সবাইকে জানাবো। নতুন ছবির গল্পটি কী ধরনের হবে? এ বিষয়ে জানতে চাইলে জয়া আরো বলেন, প্রথমটি ‘হরর’ ঘরানার ছিল। এবারের ছবিটি নতুন স্বাদের হবে। যা বাংলাদেশের মানুষরা এখনো সেভাবে বড়পর্দায় দেখেননি। এ বিষয়ে একটু

চমক রয়েছে। এখনই এটা জানাতে চাই না। আরো কিছুদিন পর জানাবো। আপাতত নতুন ছবি প্রযোজনা করতে যাচ্ছি, এটাই সংবাদ থাক। এদিকে, বাংলাদেশে সামনে জয়া আহসান অভিনীত ‘বিসর্জন’ এবং কলকাতায় ‘বিজয়া’ ছবিটি মুক্তি পাবে। ‘বিসর্জন’ ছবিটি ভারতে মুক্তি পেয়েছিল গত বছরের ১৪ই এপ্রিল। ভারতের ৬৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা বাংলা ছবি হয়েছে ‘বিসর্জন’। এ ছাড়া এই ছবির জন্য জিও ফিল্মফেয়ার

অ্যাওয়ার্ডস পেয়েছেন অভিনেত্রী জয়া আহসান। এই ছবির জন্য তিনি সমালোচক এবং জনপ্রিয়-দুই ক্যাটাগরিতেই ‘সেরা অভিনেত্রী’র মনোনয়ন পেয়েছিলেন। তবে, পুরস্কার জিতেছেন জনপ্রিয় বিভাগে। সম্প্রতি কলকাতায় ‘বিসর্জন’ ছবির সিক্যুয়েল ‘বিজয়া’র পোস্টার উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হন ছবির দুই অভিনয়শিল্পী আবির চট্টোপাধ্যায় ও জয়া আহসান। আরো ছিলেন পরিচালক ও অভিনয়শিল্পী কৌশিক গাঙ্গুলি। এ ছবির প্রচারণার জন্য চলতি মাসে কলকাতায় ব্যস্ত থাকবেন জয়া। এ ছাড়া কলকাতার বেশ কয়েকটি নতুন কাজ নিয়ে কথা হচ্ছে তার। এরমধ্যে নতুন বছরের শুরুতে কলকাতায় নতুন তিনটি ছবির কাজ শুরু করবেন বলেও জানান জয়া আহসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!