তৃতীয় তলার ধোঁয়ায় অন্ধকারাচ্ছন্ন ডিএনসিসি মার্কেট - Mati News
Friday, December 5

তৃতীয় তলার ধোঁয়ায় অন্ধকারাচ্ছন্ন ডিএনসিসি মার্কেট

ডিএনসিসি

রাজধানীর গুলশান-১ এর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মার্কেটে আগুন লেগেছে। এতে ওই মার্কেটের তৃতীয় তলা থেকে প্রচুর পরিমাণে ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে। আর ধোঁয়াতে ডিএনসিসি মার্কেট এলাকা প্রায় অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। তাদের সঙ্গে যুক্ত হয়েছে যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরাও।

 

আজ শনিবার ভোর পৌনে ৬টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের দায়িত্বরত কর্মকর্তা অাতাউর রহমান দৈনিক অামাদের সময় অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ৫টা ৪৮ মিনিটে অাগুন লেগেছে। তবে অাগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্ক তাৎক্ষণিক কিছু জানাতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *