Monday, December 23
Shadow

দীপিকার মা হওয়ার গুঞ্জন সত্যি নাকি মিথ্যে!

দীপিকার

বলিউডে এখন গুঞ্জন, দীপিকা মা হতে চলেছেন! হ্যাঁ এমনটাই বলছেন অনেকে। সঞ্জয় লীলা বানশালীর ‘পদ্মাবত’-এর পর দীপিকা আর কোনও সিনেমার কাজেও হাত দেননি।

বিয়ের পরও দীপিকা এখনও কোনও কাজ শুরু করেননি। যদিও রণবীর কিন্তু সিনেমার শুটিং চালিয়ে যাচ্ছেন। তাই দীপিকার মা হওয়ার গুঞ্জন এসেই পড়েছে। এবার এ বিষয়ে মুখ খুললেন দীপিকা নিজেই।
জিনিউজ পত্রিকার খবরে বলা হয়, বিয়ের পর অভিনেত্রীদের মা হওয়ার গুজব খুব সহজেই ছড়িয়ে পড়ে। যদিও সব ক্ষেত্রে এ বিষয়টি সত্যি নয়। কিছুদিন আগে আনুশকা শর্মাও মা হতে চলেছেন বলে একটি খবর ছড়িয়ে পড়েছিল। পড়ে জানা গেল, আনুশকা মা হচ্ছেন না, তিনি অসুস্থ, স্লিপডিস্কের সমস্যায় ভুগছেন। একইভাবে দীপিকার ক্ষেত্রেও তেমনই একটি গুজব ছড়িয়ে পড়ে।

‘পিঙ্কভিলা’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে নিজেই মুখ খোলেন দিপ্পি। তার কথায়, ‘আমার মনে হয় না এধরনের বিষয়, বা খবরে সাফাই দেওয়া বা উত্তর দেওয়ার কিছু আছে বলে। যখনই কোনও ব্যক্তি পাবলিক ফিগার হয়ে ওঠে তখনই তাদের নিয়ে নানান খবর ছড়াতে থাকে। এধরনের ব্যক্তিদের নিয়ে বিভিন্ন সময়, বিভিন্ন কিছু নিয়ে জল্পনা চলতেই থাকে।

কখনও কখনও হয়ত এই জল্পনার কোনওটা সত্যিও হয়, তবে কখনও কখনও এটা একেবারেই ভুল প্রমাণিত হয়। যেমন এই বিষয়টা (দীপিকার মা হওয়ার খবর) একেবারেই ভুল, সত্যি নয়। আমার মনে হয়না এটি যে গুজব, সেটা প্রমাণ করার জন্য কোনও কিছু ব্যখ্যা করার প্রয়োজন রয়েছে। আমাদের এভাবেই চলতে হয়।’

মা হওয়ার প্রসঙ্গে দীপিকা বলেন, ‘যখন এটা হওয়ার এটা হবে। বিয়ের পর মা হওয়ার প্রসঙ্গ এসেই যায়। আমাকেও অনেক এমন মানুষই মা হওয়ার কথা বলছেন, বিশেষ করে যাদের সন্তান রয়েছে। হ্যাঁ, এটা ঠিক এটা কখনও না কখনও ঘটবেই (মা হওয়া প্রসঙ্গে) তবে আমার মনে হয় না, সারাক্ষণ একজন নারীকে এ বিষয়ে প্রশ্ন করতে থাকা ঠিক। তবে আমার মনে হয় যখন এটা ঘটবে তখনই এই প্রশ্নটা বন্ধ হয়ে যাবে।’

কিছুদিন আগে রণবীরকে বাবা হওয়ার কথা জিজ্ঞাসা করা হলে রণবীর বলেন, বিয়ে থেকে শুরু করে সমস্ত সিদ্ধান্তই দীপিকার কথা মতো হয়েছে, দিপ্পি যা চেয়েছেন তিনি তাই করেছেন, কারণ দীপিকা সবসময় সঠিক সিদ্ধান্ত নেন। তাই এক্ষেত্রেও দীপিকা ইচ্ছা প্রকাশ করলেই তিনি বাবা হওয়ার সিদ্ধান্ত নেবেন।

প্রসঙ্গত, দীপিকা তার মধুচন্দ্রিমা সেরে এসেই মেঘনা গুলজারের ছবি ‘ছপাক’-এর কাজ শুরু করবেন। যে ছবিতে অ্যাসিড আক্রান্ত নারী লক্ষ্মী আগারওয়ালের ভূমিকায় দেখা যাবে তাকে।

ভোটকেন্দ্রে মারধরের শিকার হিরো আলম (ভিডিও)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!