ধানমণ্ডির পর এবার মগবাজারের মধুবাগে আগুন - Mati News
Friday, December 5

ধানমণ্ডির পর এবার মগবাজারের মধুবাগে আগুন

আগুনরাজধানীতে ধানমণ্ডির পর এবার মগবাজারের মধুবাগে পাঁচতলা একটি বাসার তৃতীয় তলায় আগুন লাগার খবর পাওয়া গেছে। শনিবার রাত ৮টার পর মধুবাগের আমতলা এলাকার ২৭৭/এ নম্বর বাসায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়।

তেজগাঁও ফায়ার স্টেশনের টেলিফোন ওপারেটর ফায়ারম্যান মো. রবিন বলেন, ‘আগুনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে আমাদের দুটি ইউনিট ছুটে যায়। কিন্তু আমাদের লোক পৌঁছানোর আগেই বাড়ির মানুষজন আগুন নিভিয়ে ফেলে।’ শর্ট সার্কিট থেকেই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান তিনি।

এর আগে রাত ৮টা ২৪ মিনিটে ধানমন্ডির ১১/এ নম্বর সড়কের ৭৭ নম্বর বাসায় আগুন-লাগে। আগুন-নেভাতে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তবে অতটা গুরুতর নয়। ফায়ার সার্ভিসের কর্মীরা যাওয়ার আগেই বাড়ির লোকজন নিভিয়ে ফেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *