class="post-template-default single single-post postid-17506 single-format-standard wp-custom-logo group-blog vl-boxed aa-prefix-matin-">
Shadow

নিউইয়র্কে বাঙালি আমেজে বৈশাখ বরণের কর্মসূচি

নিউইয়র্কে

বাঙালি আমেজে সুদূর নিউইয়র্কে  অসাম্প্রদায়িক চেতনায় নিজেদের উজ্জীবিত রাখার পাশাপাশি নতুন প্রজন্মে বাংলার ফল্গুধারা প্রবাহিত করার সংকল্পে বাংলা নতুন বছর-১৪২৬ কে বরণের ব্যাপক প্রস্তুতি চলছে।

বহু বছর আগে পান্তা-ইলিশের আমেজে পয়লা বৈশাখ বরণের এই রেওয়াজ নিউইয়র্কে চালু করে ড্রামা সার্কেল। এ বছর বর্ষবরণে ড্রামা সার্কল’র অনুষ্ঠান হবে জ্যাকসন হাইটসের বেলোজিনো পার্টি হলে সন্ধ্যায় ৬টায়। এর আগে বিকেল ৩টায় শুরু হবে ডাইভার্সিটি প্লাজায় জেবিবিএর বৈশাখী মেলা। খবর এনআরবি নিউজের

একইস্থানে বেলা ১২টায় বিপার বৈশাখী র‌্যালি তথা মঙ্গল শোভাযাত্রা হওয়ার কথা রয়েছে। এর আগের দিন শনিবার বেলা ১২টায় ব্রুকলিনে এভিনিউ সি প্লাজায়ও বিপার উদ্যোগে বৈশাখী র‌্যালির কর্মসূচি রয়েছে।

‘আনন্দধ্বনি’র প্রভাতী বর্ষবরণের বর্ণাঢ্য অনুষ্ঠান হবে রোববার সকাল ৭টা থেকে জ্যামাইকার সুসান বি এন্থনী স্কুল মিলনায়তনে (৮৮-৫ ১৮২ স্ট্রীট এন্ড হিলসাইড এভিনিউ)। তারা রাজধানী ঢাকায় ছায়ানটের আদলে অনুষ্ঠানের প্রস্তুতি নিয়েছে।

নিউ আমেরিকান ওমেন্স ফোরাম অব নিউইয়র্ক, নিউ আমেরিকান ডেমোক্র্যাটিক ক্লাব ইনক এবং নিউ আমেরিকান ইয়্যুথ ফোরামের বৈশাখী মেলা রোববার বেলা ১টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে জ্যামাইকার পিএস ৯৫ মিলনায়তনে (৯০ এভিনিউ, ১৭৯ ষ্ট্রীট ও ১৭৯ প্লেস-এর মাঝে)।

জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি ইনক, বাংলাদেশি-আমেরিকান ফ্রেন্ডশিপ সোসাইটি (বাফস)  প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ, টাঙ্গাইল জেলা সোসাইটি ইউএসএ, কিশোরগঞ্জ ডিষ্ট্রিক্ট এসোসিয়েশন ইউএসএ ইনক, মানিকগঞ্জ সমিতি নর্থ আমেরিকা ইনক, যশোর সোসাইটি ইউএসএ ইনক, উদীচী স্কুল অব পারফর্মিং আর্টস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব আমেরিকার পক্ষ থেকেও বাংলা নতুন বছরকে বরণের কর্মসূচি রয়েছে।

 

https://www.youtube.com/watch?v=AoO_iZhlnGs&t=11s

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!