Monday, December 23
Shadow

নিউ ইয়র্কে বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশের সাহসিকতায় বাঁচল প্রাণ

নিউ ইয়র্কে বাংলাদেশি বংশোদ্ভূত

নিউ ইয়র্কে বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশের সাহসিকতায় বাঁচল প্রাণ

নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের (এনওয়াইপিডি) বাংলাদেশি বংশোদ্ভূত অফিসার ড. রাজুব ভৌমিক রাজুর সাহসিকতায় রক্ষা পেল ড্রো টেন্ডলের জীবন।

গত বুধবার স্থানীয় সময়  ভোর ৪টায় ম্যানহাটনের ১৪৫ স্ট্রিন ব্রিজ থেকে টেন্ডল আত্মহত্যা করতে চেয়েছিলেন। তবে তিনি আত্মহত্যা করার আগেই নিজের জীবন বাজি রেখে রাজু ৩০ ফিট ওপরে উঠে তাঁর সঙ্গে ধস্তাধস্তি করে নিচে নামিয়ে আনেন।

এনওয়াইপিডি সূত্রে জানা যায়, ড্রো টেন্ডল নামের ২৭ বছর বয়সী সেই আমেরিকানকে ৩০ ফুট ওপরের ব্রিজে দেখে রাজু তাঁর অগোচরে সেখানে উঠে পড়েন। এরপর টেন্ডলের সঙ্গে রাজু অন্তত ১০ মিনিট জোর-জবরদস্তি করে তাঁকে নিজের আয়ত্ত্বে নিয়ে আসেন। এর মধ্যে দুজনেরই তিন বার ব্রিজ থেকে নদীতে পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল। ড্রো টেন্ডল আত্মহত্যা করতে চেয়েছিলেন তাঁর অর্থনৈতিক দুরবস্থার জন্য।

এনওয়াইপিডি সূত্রে এই খবর পেয়ে রাজুব ভৌমিকের সঙ্গে যোগাযোগ করলে তিনি নিজের দায়িত্ব পালন করেছেন এবং এ বিষয়ে বাড়তি কিছু জানাতে পারবেন না বলে জানান। তিনি বলেন, ‘আমি যা করেছি এটা আমার দায়িত্ব। জনগনের জানমালের নিরাপত্তার দায়িত্ব আমাদের কাঁধে।’

রাজু ২০০৫ সালে এনওয়াইপিডিতে যোগ দিয়েছিলেন। ইতোমধ্যে তিনি এমন অনেক সাহসী কাজ করে আমেরিকান পত্রিকার খবরের পাতায় এবং টিভিতে এসেছেন। রাষ্ট্রীয় পুরস্কার পেয়ে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন তিনি।

— তোফাজ্জল লিটন, নিউ ইয়র্ক

https://www.youtube.com/watch?v=AoO_iZhlnGs&fbclid=IwAR2G1budMX0v0f1Mh1YWh4y7sBH-I2u1lrJFJYkgJc2yTGFjp7TnAx2reEI

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!