Monday, December 23
Shadow

ফেনীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ৪ বাসযাত্রীর

ফেনীতে শর্শদী উপজেলায় রেলক্রসিংয়ে একটি ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী একটি বাসের চারজন নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফেনী সদর থানার ওসি আবুল কামাল আজাদ সমকালকে জানান, রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় শিশুসহ একটি বাসের চারযাত্রী নিহত ও ১০ জন আহত হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত চারজনকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।

ফেনী রেল স্টেশনের মাস্টার মাহবুবুর রহমান সমকালকে জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাসটি রেলক্রসিংয়ে উঠে যায়। এ সময় চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী ময়মনসিংহ এক্সপ্রেস বাসটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!