বিশ্বের সর্বোচ্চ আয় করা ফুটবলার ও কোচদের তালিকা প্রকাশ করেছে ফরাসি ফুটবল সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’। তালিকায় মেসি শীর্ষে রয়েছেন। তার পেছনে রোনালদো। বেতন, বোনাস, বিজ্ঞাপনসহ অন্য সব উৎস মিলিয়ে মোট বার্ষিক আয়ের তালিকা প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল।
কোচদের মধ্যে আয়ে শীর্ষস্থান দখল করে সবাইকে চমকে দিয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন কোচ ডিয়েগো সিমিওনে। তার বার্ষিক আয় ৪১ মিলিয়ন ইউরো। দ্বিতীয় স্থানে আছেন আপাতত বেকার বসে থাকা সাবেক ম্যানইউ কোচ হোসে মরিনহো। তার বার্ষিক আয় ৩১ মিলিয়ন ইউরো।
https://www.youtube.com/watch?v=r0t64gzuqtg