Wednesday, May 15
Shadow

আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী জো বাইডেন

ট্রাম্প

আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী জো বাইডেন

২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টি থেকে ট্রাম্পের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। এ ঘোষণার পর রিপাবলিকান পার্টি থেকে নির্বাচিত বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে ‘ঘুম কাতুরে’ আখ্যা দিয়ে উপহাস করে স্বাগত জানিয়েছেন। ট্রাম্প তার বুদ্ধিমত্তা নিয়েও অপমানজনক মন্তব্য করেছেন। জোবাইডেন ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন পাবেন কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেও উপহাস করেছেন ট্রাম্প।

ট্রাম্প এবং বাইডেন পরস্পরকে অপমান ও অপছন্দ করার লম্বা ইতিহাস আছে। সেই শত্রুতা এবার পুনরায় মাথাচাড়া দিয়ে উঠবে।

ট্রাম্প টুইটারে লিখেছেন, ‘স্বাগতম ঘুমকাতুরে জো। তবে প্রাথমিক প্রচারণায় সফল হওয়ার মতো বুদ্ধিমত্তাই তোমার আছে কিনা সে বিষয়ে আমার সন্দেহ রয়েছে। এ এক নোংরা কারবার হবে। কেননা তোমাকে এমন সব লোকের সঙ্গে কারবার করতে হবে যাদের মাথা অসুস্থ এবং বিকৃত সব ধ্যান-ধারণায় পূর্ণ। তবে তুমি যদি তা উতরে যেতে পারো তাহলে তোমার সঙ্গে শুরুর দরজায় দেখা হবে!’

জো বাইডেনেকে ট্রাম্পের অপমান এবারই প্রথম নয়। এর আগে চলতি মাসের শুরুর দিকে ট্রাম্প ২০২০ সালের প্রেসিডেন্ট পদে নির্বাচনের জন্য ডেমোক্রেট দল থেকে মনোনয়নে জোবাইডেনের প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সকে জড়িয়েও উপহাসমূলক মন্তব্য করেন।

বার্নি স্যান্ডার্সকে ট্রাম্প পাগল বলে আখ্যায়িত করেছিলেন। সেসময় ট্রাম্প টুইট করেছিলেন, ‘আমার বিশ্বাস পাগল বার্নি স্যান্ডার্স বনাম ঘুমকাতুরে জো বাইডেন আমাদের দেশের ইতিহাসের সবচেয়ে ভালো অর্থনীতির (এবং আরো অনেক ভালো জিনিসের) বিরুদ্ধে লড়াইয়ে দুই ফাইনালিস্ট হবে! যেই আসুকনা কেন আমি তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মুখিয়ে আছি। ঈশ্বর তাদের আত্মাকে প্রশান্তি এনে দিক!’

২০১৮ সালে জো বাইডেন একবার বলেছিলেন, ট্রাম্পের সঙ্গে হাইস্কুলে দেখা হলে তাকে পিটিয়ে তার পাগলামি ছাড়াতেন তিনি। এরপর থেকেই ট্রাম্প বাইডেনের ওপর ক্ষেপে আছেন।

ট্রাম্প প্রসঙ্গে বাইডেন সেসময় বলেন, ‘লোকে আমাকে জিজ্ঞেস করে আমি ট্রাম্পের সঙ্গে বিতর্ক করতে রাজি আছি কিনা। কিন্তু আমি বলেছি, নাহ। আমি বলেছি, ‘ট্রাম্পের সঙ্গে যদি হাইস্কুলে থাকতে দেখা হতো তাহলে আমি তাকে জিমের পেছনে নিয়ে গিয়ে মারধর করতাম এবং তার পাগলামি ছাড়াতাম।’

বাইডেনের ওই কথার পর ট্রাম্প টুইটে বাইডেনকে দুর্বল এবং প্রথম মারামারিতেই তিনি হেরে যেতেন বলে উপহাস করেন।

ট্রাম্প বলেন, ‘পাগল জো বাইডেন বেশ মর্দানি দেখাচ্ছেন। কিন্তু বাস্তবে তিনি শারীরিক এবং মানসিক উভয় দিক থেকেই খুব দুর্বল। তথাপি তিনি আমাকে দ্বিতীয়বারের মতো শারীরিক প্রহারের হুমকি দিলেন। তিনি আমাকে চেনেন না। আমার সঙ্গে মারামারি করতে আসলে তাকে শক্ত মার খেতে হতো এবং বাড়ি ফেরার সময় পুরো রাস্তাজুড়ে কান্না করতে করতে ফিরতে হতো। লোককে এভাবে আর হুমকি দিওনা জো!’

প্রসঙ্গত, জো বাইডেন বারাক ওবামার সময়কার ভাইস প্রেসিডেন্ট। এবং এবার তাকেই ডেমোক্রেট পার্টির সবচেয়ে ওজনদার মনোনয়ন প্রত্যাশী বলে ধারণা করা হচ্ছে। এবার ডেমোক্রেটিক পার্টি থেকে অন্তত ২০ জন প্রেসিডেন্ট পদে মনোনয়নের জন্য লড়বেন। মার্কিন প্রেসিডেন্ট

সূত্র: বিজনেস ইনসাইডার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!

error: Content is protected !!