বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বিশ্বের প্রভাবশালী মুসলিম নেতাদের কাতারে উঠে এসেছেন ভারতের মাও. মাহমুদ মাদানী। ভারতের স্বাধীনতা সংগ্রামীর উত্তরাধিকারী জমিয়তে উলামায়ে হিন্দের এই নেতার অবস্থান ৩২তম। জর্ডানের খ্যাতনামা গবেষণা প্রতিষ্ঠান আরআইএসএস-এর সর্বশেষ জরিপে একথা জানানো হয়েছে
বর্তমানে ভারতের সবচেয়ে প্রভাবশালী মুসলিম ব্যক্তিই হলেন মওলানা মাদানী। জর্ডানের আরআইএসএস ২০১৯-এর জন্য তাদের সর্বশেষ তথ্য প্রকাশ করেছে। তাদের জরিপ অনুযায়ী মাহমুদ মাদানীই এখন ভারতের সবচেয়ে প্রভাবশালী ধর্মীয়, সামাজিক এবং মুসলিম জনপ্রিয় ব্যক্তি।
বিশ্ব সেরা ৫০০ প্রভাবশালী ব্যক্তির এই তালিকায় সারা বিশ্বে রাজনীতি, সামাজিক কার্যক্রম, শিক্ষা, স্কলারশিপ, বিজ্ঞানসহ বিভিন্ন কাজে জড়িয়ে থাকা মুসলিম ব্যক্তিদের নির্বাচন করা হয়েছে। এই তালিকায় প্রথম পঞ্চাশে মাওলানা মাহমুদ মাদানীই একমাত্র ভারতীয়। আগের বছর এ তালিকায় ছিলেন প্রসিদ্ধ বেরলভি মুসলিম নেতা প্রয়াত মুফতি আখতার রেজা খান কাদরী।
এই তালিকায় শীর্ষে আছেন প্রতিবেশী দেশ পাকিস্তানের একাধিক নেতা। সাবেক বিচারপতি মুফতি তাকী উসমানী আছেন তালিকার ৬ নম্বরে। তাবলিগ জামাতের মাও. আব্দুল ওয়াহহাব ১৪ নম্বরে। ২৯ নম্বরে জায়গা পেয়েছেন পাকিস্থানের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান। তালিকার ৪০ নম্বরে রয়েছেন মাওলানা তারিক জামিল।
জর্ডানের গবেষনা প্রতিষ্ঠান তাদের প্রতিবেদনে ভারতের মাওলানা মাদানীর রাষ্ট্রীয় ও সামাজিক কাজের প্রশংসা করে বলেছে, তিনি সন্ত্রাসবাদের স্থান দেননি ইসলামে। সন্ত্রাসবাদকে কঠোরভাবে দমনের পক্ষপাতি তিনি। দেওবন্দ মাদরাসা থেকে ফতোয়া নিয়ে দেশব্যাপী সন্ত্রাসবিরোধী সম্মেলন, সভা করে তিনি তা দমনের জন্য জনসচেতনতা তৈরি করেছিলেন। এতে ভারতের মুসলমানদের উপর বড় ধরনের প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছেন তিনি। (সূত্র : টিডিএন বাংলা)