Wednesday, May 15
Shadow

বিএসপিএ’র বর্ষসেরা ক্রীড়াবিদ বাকী, ক্রিকেটার মুশফিক

মুশফিক_Mushfiq

বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির (বিএসপিএ) বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন শ্যুটার আবদুল্লাহ হেল বাকী। বিএসপিএর বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন মুশফিকুর রহীম, পপুলার চয়েজ অ্যাওয়ার্ড জিতেছেন জাতীয় ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবাল। আজ শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে পুরস্কার প্রদান অনুষ্ঠানে এই দুই বিভাগের বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

১২টি বিভাগে এবার পুরস্কার দিয়েছে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি। বর্ষসেরা ক্রীড়াবিদের তালিকায় আবদুল্লাহ হেল বাকীর সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিক এবং নারী ক্রিকেটার রুমানা আহমেদ। পপুলার চয়েজ অ্যাওয়ার্ডে মনোনীত চারজনের তালিকায়ও ছিলেন তারা। তবে তাদের হারিয়ে পুরস্কার জেতেন তামিম ইকবাল।

বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হন মুশফিকুর রহীম। বর্ষসেরা ফুটবলার তপু বর্মণ। অন্যান্য বিভাগে বর্ষসেরা হয়েছেন- ব্যাডমিন্টনে শাপলা আক্তার, শুটিংয়ে আবদুল্লাহ হেল বাকী, উদীয়মান ক্রীড়াবিদ ফুটবলার সিরাত জাহান স্বপ্না, টেনিসে মেহেদী হাসান আলভী, কোচ গোলাম রব্বানী ছোটন, তৃণমূলের ক্রীড়াব্যক্তিত্ব হকি কোচ ফজলুল ইসলাম, সংগঠক মনসুর আলী, বিশেষ সম্মাননা সাবেক অ্যাথলেট নাজমুন নাহার বিউটি, সংগঠক নাজমুল হাসান পাপন। বর্ষসেরা পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপ।

এর আগে গত ১ এপ্রিল (সোমবার) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে ২০১৮ সালের বর্ষসেরা পুরস্কারে নির্বাচিত ও মনোনীতদের নাম ঘোষণা করেন সংগঠনের সভাপতি মোস্তফা মামুন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ছিল স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!

error: Content is protected !!