মেক্সিকোয় বন্দুকধারীর গুলিতে নিহত ১৩ - Mati News
Friday, December 5

মেক্সিকোয় বন্দুকধারীর গুলিতে নিহত ১৩

মেক্সিকোয়

 মেক্সিকোয় বন্দুকধারীর গুলিতে নিহত ১৩

মেক্সিকোতে একটি পারিবারিক পার্টিতে অজ্ঞাত বন্দুকধারীর হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এদের মধ্যে এক শিশুও রয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরো ৪ জন। শুক্রবার দেশটির ভারাক্রুজ স্টেটের মিনাটিত্লান শহরে এই ঘটনা ঘটে।
সিএনএনের খবরে বলা হয়েছে, বন্দুকধারীরা ওই পার্টিতে অতর্কিত হামলা চালায়। নির্বিচারে গুলি চালিয়ে সেখানকার এক ডজনেরও বেশি মানুষকে ঘটনাস্থলে হত্যা করা হয়।

ভারাক্রুজ স্টেটের জননিরাপত্তা সচিব গুতারেজ মালদোনাদো বলেন, বন্দুকধারীদের ধরতে কেন্দ্র ও রাজ্য সরকার তল্লাশি অভিযান শুরু করেছে। এক্ষেত্রে কেন্দ্র ও প্রাদেশিক সরকার একযোগে কাজ করছে।
কি উদ্দেশ্যে বন্দুকধারীরা হামলা চালিয়েছে তা এখনো পরিষ্কার না।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা এল বেকি নামে এক ব্যক্তিকে খুঁজছিল। নিরাপত্তাকর্মীরা বলছেন, এল বেকি মিনাটিত্লান শহরের একটি বারের মালিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *