রাখি সবন্তের বিয়ে বাতিল! - Mati News
Monday, December 15

রাখি সবন্তের বিয়ে বাতিল!

রাখির হবু স্বামী কাকে বললেন ‘জানু তুম চুপ চুপকে মুঝে মিল সকতে হো জানু’? তাহলে কি রাখির বিয়েটা সত্যিই ভেঙে গেল? তা নিয়ে আলোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সম্প্রতি রাখি সবন্তের হবু স্বামী ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেছেন, তাতে তিনি রাখিকেই ট্যাগ করেছেন। লিখেছেন তাঁদের বিয়ে ভেঙে গিয়েছে।

চুপি চুপি কেউ তাঁদের যোগাযোগ করতে পারে চাইলেও। আর এরপরই ছড়িয়ে গিয়েছে ভিডিয়োটি। কেউ বলছেন, ‘পাবলিসিটি স্টান্ট এটি। আর কিছু নয়।’ কেউ বা লিখেছেন, বিয়ের ঘোষণা হতে না হতেই ভেঙে গেল!’’

(ইতিহাসের পাতায় আজকের তারিখ, দেখতে ক্লিক করুন — ফিরে দেখা এই দিন।)

আসলে বোঝা যাচ্ছে না, দীপক মজা করছেন, না সত্যিই বলছেন। ভিডিয়োতে একটি মেয়েকে জানু হিসাবে উল্লেখ করেছেন তিনি। বলেছেন, সারা ভারতজুড়ে মেয়ে দেখা চলছে তার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *