Monday, December 23
Shadow

চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত দুই ভাই, এলাকায় মিষ্টি বিতরণ

র‌্যাবেরচট্টগ্রামের বাঁশখালী উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তথা র‌্যাবের (র‍্যাব-৭) সঙ্গে বন্দুকযুদ্ধে জাফর আহমদ (৫০) ও তার ভাই খলিল আহমদ (৪৫) নিহত হয়েছেন।

র‌্যাব বলছে, নিহতরা ডাকাত দলের সদস্য।

শুক্রবার (২১ জুন) দুপুরে উপজেলার সরল ইউনিয়নের ২নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহতরা এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে।

ঘটনাস্থল থেকে র‍্যাব একটি বিদেশি পিস্তলসহ ৮টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি ও রাম দা উদ্ধার করেছে।

র‍্যাব-৭ এর এএসপি মো. তারেক বলেন, গোপন সংবাদে র‌্যাব বেলা ১২টার দিকে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছোঁড়ে। এতে ঘটনাস্থলে ডাকাত দুই ভাই জাফর ও খলিল মারা যান। জাফরের বিরুদ্ধে অস্ত্র, খুন, ধর্ষণ, বলাৎকার ও ডাকাতিসহ ৩৩টি মামলা রয়েছে। খলিলের বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে।

র‌্যাবের হাতে এই দুই ভাই নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকায় মিষ্টি বিতরণ করেছে সাধারণ মানুষ।

স্থানীয়রা জানান, জাফর ও খলিল দুর্ধর্ষ ডাকাত। তারা বিভিন্ন এলাকায় ডাকাতি করেন। এলাকার মানুষও তাদের কর্মকাণ্ডে চরম বিরক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!