Monday, December 23
Shadow

রক্ত ঝরছেই লন্ডনে , বছরের ৪৩ তম লাশটি কিশোরের

রক্ত ঝরছেই লন্ডনে , বছরের ৪৩ তম লাশটি কিশোরের

 

রক্ত ঝরছেই লন্ডনে , বছরের ৪৩ তম লাশটি কিশোরের

লন্ডনে ছুরিকাঘাতে ১৫ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে। ছুরিকাঘাতে আহত হয়েছে ১৬ বছর বয়সী অপর এক কিশোর। গতকাল রাতে এ ঘটনা ঘটেছে।

ইদানিং লন্ডনে ছুরিকাঘাতের ঘটনা বেড়েই চলেছে। গতকাল রাতের ওই ঘটনাসহ লন্ডনে চলতি বছর ৪৩টি হত্যাকান্ডের ঘটনা ঘটল।

জানা গেছে, গতকাল মধ্যরাতে লন্ডনে ক্যামডেনে ওই ঘটনা ঘটে।

পুলিশ বলছে, ১৫ বছর বয়সী এক কিশোর ছুরিকাঘাতে আহত হওয়ার পর প্রথমে পুলিশ কর্মকর্তারা তাকে প্রাথমিক চিকিতসা দেন। পরে তাকে প্যারামেডিকসের কাছে নেওয়া হয়।

লন্ডন মেট্রোপলিটন পুলিশের পক্ষে জানানো হয়েছে, রাত ১২ টা ১৭ মিনিটে ডাকা হলে পুলিশ কর্মকর্তা ও প্যারামেডিকসরা ঘটনাস্থলে উপস্থিত হন। এরপরে একটি এয়ার অ্যাম্বুলেন্সকে খবর দেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

স্কটল্যান্ড ইয়ার্ড বলছে, নিহত কিশোরের পরিবারকে ঘটনার বিষয়ে অবহিত করা হয়েছে।

এদিকে, ১৬ বছর বয়সী অপর এক কিশোরকে ছুরিকাহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এরপর তাকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু তার অবস্থা বিপদজনক নয় বলে জানিয়েছে পুলিশ।

ওই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। ওই স্থানটিকে ঘিরে রেখেছে পুলিশ।

অপর এক ছুরিকাঘাতের ঘটনায় মারাত্মকভাবে আহত এক ব্যক্তি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ওই ব্যক্তিকে ক্যামেডন টাউন টিউব ষ্টেশনে ছুরিকাঘাত করা হয়।

গত শুক্রবার লন্ডনে তিন ঘন্টার ব্যবধানে চারটি লাশ উদ্ধার করা হয়। এর মধ্যে তিনটি হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করছে স্কটল্যাণ্ড ইয়ার্ড। সেদিন বেলা ১১ টা ৪৫ মিনিটে লন্ডনের ক্যানিং টাউন এলাকা থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে হত্যাকাণ্ডের শিকার অ্যামি পারসনস (৩৫) এবং জসুয়া হোয়াইট (২৯) নামের দুজনের লাশ উদ্ধার করে পুলিশ।

সূত্র : ডেইলি মেইল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!