Monday, December 23
Shadow

সানি লিওন-এর নতুন আইটেম গান

সানি লিওন

সানি লিওন মানে নতুন কিছু। লাভলী অ্যাক্সিডেন্ট’ শিরোনামে মিউজিক ভিডিওর মাধ্যমে যুগলবন্দি হলেন বাংলাদেশের মিউজিক স্টার কৌশিক হোসেন তাপস ও বলিউড অভিনেত্রী সানি লিওন। দুই বাংলার দুই মেগাস্টারের ব্যতিক্রমধর্মী এই মিউজিক ভিডিওটি প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে দারুণ আলোড়ন সৃষ্টি করেছে।

জি মিউজিকের ব্যানারে গত ১৭ই ডিসেম্বর মুম্বই সময় রাত ৮টায় মিউজিক ভিডিওটি প্রকাশ হয়। সানসিটি মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রা. লি. এর পরিচালক ড্যানিয়েল ওয়েবারের এটি প্রথম হিন্দি মিউজিক ভিডিও। ভিডিওতে সংগীতশিল্পী হিসেবে কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন কৌশিক হোসেন তাপস এবং বলিউড সেনসেশন সানি লিওন ।

অর্ধশতাধিক নৃত্যশিল্পী নিয়ে ব্যয়বহুল এই মিউজিক ভিডিওর কোরিওগ্রাফি করেছেন বিষ্ণু দেব। শ্লোকের কথায় জ্যাম এইটের জন্য যৌথভাবে গানটির সংগীতায়োজন করেছেন কৌশিক, আকাশ ও গাড্ডু (কেএজি)। গানটিতে তাপসের সহশিল্পী ছিলেন হারজত কর।

দ্য কুইন অব ঝাঁসি ’র মুক্তি পেল ‘মণিকর্ণিকা ট্রেলার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!