Thursday, March 13

সোনম কাপুর-এর ওয়েবে ফ্যাশন রহস্য

সোনম কাপুর

বলিউডের সবচেয়ে স্টাইলিস্ট অভিনেত্রীর একজন  সোনম কাপুর । তাঁর ফ্যাশন নিয়ে অনেকেরই কৌতূহল। এবার অভিনেত্রী ফাঁস করবেন এই রহস্য। একটি ওয়েব শোতে নিজের ফ্যাশন নিয়ে সব কিছু জানাবেন। বেলজিয়ামের জনপ্রিয় আইসক্রিম ব্র্যান্ড ‘ম্যাঙ্গাম’ ৩ এপ্রিল একটি ভিডিও শেয়ার করে জানায়, তাদের একটি ওয়েব শোতে হাজির হবেন সোনম। ‘ম্যাঙ্গামএক্সসোনম’ নামের শোটিতে অভিনেত্রী ফ্যাশন নিয়ে নানা টিপস দেবেন। এক বিবৃতিতে অভিনেত্রী বলেন, ‘সবাই জানে ফ্যাশন নিয়ে আমি কতটা আগ্রহী। তাই বিষয়টি নিয়ে শো করা আমার কাছে খুবই আনন্দের। আশা করি এটা অনেককে অনুপ্রাণিত করবে, ফ্যাশন নিয়ে গতানুগতিক চিন্তা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে।’ সোনমের শোটি কবে থেকে দেখা যাবে সেটা অবশ্য জানানো হয়নি।

এদিকে আরেকটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ফ্যাশন নিয়ে অনেক আগে থেকেই প্রচুর পরীক্ষা-নিরীক্ষা করতেন তিনি। ১৮ বছর বয়স থেকে উপার্জন শুরু করেছেন, ফলে তাঁর আগ্রহের বিষয় নিয়ে কাজ করা সহজ হয়েছে। এক রেডিও শোতে সোনম বলেন, ‘১৮ থেকেই আমি স্বাবলম্বী। আমি ভাগ্যবান, বাড়ি থেকে স্বাধীনতা পেয়েছি নিজের মতো কিছু করার।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *