Monday, December 23
Shadow

আপা বলায় ক্ষেপে গেলেন ডা. নিরুপমা

মানিকগঞ্জে আপা বলায় সাংবাদিকদের ওপর ক্ষেপে গেলেন এক চিকিৎসক। তিনি বলেন ‘আপা’ নয় ‘ম্যাডাম’ বলতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চিকিৎসকের রেগে যাওয়ার একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। নিরুপমা পাল নামে এ চিকিৎসক মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত। ২৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, হাসপাতালে ওই চিকিৎসকের ইন্টারভিউ করছিলেন স্থানীয় সাংবাদিকরা। এ সময় এক সাংবাদিক ওই নারী চিকিৎসককে আপা সম্বোধন করে একটি প্রশ্ন করতে গেলে তিনি রেগে যান। চিকিৎসক রেগে গিয়ে  বলেন, আপনি আমাকে ‘আপা’ বলছেন কেন? এ সময় পাশ থেকে আরেকজন জানতে চান, তাহলে আপনাকে কী বলতে হবে—‘ম্যাডাম’। তখন চিকিৎসক নিরুপমা পাল বলেন হ্যাঁ, অবশ্যই। নিরুপমা পাল মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার। সম্প্রতি সিংগাইরে একটি মারামারির ঘটনায় আহতদের ইনজুরি সার্টিফিকেটে ভুল তথ্য দেওয়ার অভিযোগ ওঠে ওই চিকিৎসকের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার বিকেলে স্থানীয় কয়েকজন সাংবাদকর্মী তার বক্তব্য জানতে হাসপাতালে গেলে এ পরিস্থিতির সৃষ্টি হয়।

মানিকগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মো. মোয়াজ্জেম আলী জানান, চিকিৎসকের রেগে যাওয়ার ভিডিও ভাইরাল হওয়ার বিষয়টি তিনি জেনেছেন। তবে এটি স্থানীয় সাংবাদিকদের সঙ্গে একটা ভুল বোঝাবুঝির ঘটনা ছিল। পরে বিষয়টির মীমাংসা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয় সে নির্দেশনা দেওয়া হয়েছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!