মশার কামড় নয় গানে ‘মাতাল’ হবে মশা! - Mati News
Friday, January 23

মশার কামড় নয় গানে ‘মাতাল’ হবে মশা!

মশা

অবসরে সংগীতের কাছে কে না যায়! কিন্তু মশার কামড় থেকে রক্ষা পেতে সংগীতের ব্যবহারের কথা কি কেউ শুনেছেন? গানে মশাও ‘মাতাল’ হয়—এমন সম্ভাবনার কথাই জানাচ্ছেন একদল গবেষক। সম্প্রতি এসংক্রান্ত নিবন্ধ গবেষণা সাময়িকী ‘আর্কটা ট্রপিকা’য় প্রকাশিত হয়েছে।

গবেষকদের ভাষ্য, মশার কামড় রোধে ‘ডাবস্টেপ মিউজিক’ ভালো ফল দেয়। সুরের মূর্ছনায় নেচে-গেয়ে মশগুল হয় মশা। এর ফলে মশারা কামড়ানোর কথা ভুলে যায়। গবেষণাপত্রে বলা হয়, অনেক প্রাণীর প্রজনন ও অভিযোজনের সঙ্গে শব্দ খুবই গুরুত্বপূর্ণ। নিম্ন কম্পাংকের স্পন্দন মশাকে যৌনমিলনে সহায়তা করে। আর শোরগোল এ ধরনের কর্মকাণ্ডে তাদের বাধা দেয়।

গবেষণায় দেখা যায়, সংগীতে বিনোদিত মশারা অপেক্ষাকৃত কম কামড়ায়। এ সময় তারা আপনমনে খেলাধুলা করতে পছন্দ করে। এ কারণে স্প্রের বদলে ‘ডাবস্টেপ মিউজিক’ অধিক কার্যকর। তা ছাড়া এর ব্যবহারে পরিবেশেরও কোনো ক্ষতি হয় না।

অবশ্য মশাদের কামড় থেকে রক্ষা পেতে নানা রকম ঘরোয়া উপায় প্রচলিত আছে। এক-দুই কোয়া কাঁচা রসুন খাওয়া, লেবু-কমলার খোসা ও পিঁয়াজ ঘষেও মশার কামড় থেকে মুক্তি মেলে। সূত্র : ডেইলি মিরর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *