Friday, March 14

রাজশাহীর খবর : যৌন হয়রানির অভিযোগে স্কুলশিক্ষক আটক

রাজশাহীর খবর যৌন হয়রানির

 

 

রাজশাহীর খবর : যৌন হয়রানির অভিযোগে স্কুলশিক্ষক আটক

নাটোরের বাগাতিপাড়ায় এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ। আটক স্কুলশিক্ষক বাগাতিপাড়া উপজেলার গফুরাবাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ।

পুলিশ ও নির্যাতিত ছাত্রীর অভিভাবক সূত্র জানায়, শনিবার দুপুরে টিফিন আওয়ারে মেয়েদের কমন রুমে হয়রানির শিকার ৬ষ্ঠ শ্রেণির স্কুল ছাত্রীটিসহ দুই বান্ধবী গল্প করছিল।

এ সময় শিক্ষক আবুল কালাম আজাদ কমন রুমে ঢুকে অন্য মেয়েটিকে বের হয়ে যেতে বলে। এরপর শিক্ষক একাকী পেয়ে ছাত্রীটির শরীরের স্পর্শ কাতর স্থানে হাত দেয়। পরে নির্যাতিত মেয়েটি ক্রন্দনরত অবস্থায় বের হয়ে আসলে স্কুলে বিষয়টি জানাজানি হয়ে পড়ে।

এ বিষেয়ে যৌন হয়রানির শিকার মেয়েটির বাবা বাগাতিপাড়া মডেল থানায় অভিযোগ করলে সন্ধায় পুলিশ আবুল কালাম আজাদকে আটক করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে নাটোর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযুক্ত শিক্ষক আবুল কালাম আজাদের বিরুদ্ধে মামলা রেকর্ডের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *