Monday, December 23
Shadow

সাউথ আফ্রিকায় পাকিস্তানিদের হামলায় এক বাংলাদেশী নিহত

পাকিস্তানিদের ছুরিকাঘাতে  সাউথ আফ্রিকায় একজন বাংলাদেশী ব্যবসায়ী খুন হয়েছেন।স্থানীয় সময় সন্ধ্যা ৭ টার সময় এই খুনের ঘটনা ঘটে । নিহত বাংলাদেশী ব্যবসায়ীর নাম আকাশ রহমান বাড়ি মুন্সিগঞ্জে।

তিনি সাউথ আফ্রিকার জোহানেসবার্গের স্প্রিং শহরে রেষ্টুরেন্টে ও সবজি ব্যবসায়ী ছিলেন ।

স্প্রিং শহর বাংলাদেশী ব্যবসায়ীরা জানিয়েছেন আজ সন্ধ্যা ৭ টার সময় একজন পাকিস্তানি নাগরিক আকাশের দোকানে সবজি টমেটো ক্রয় করতে আসলে ৫ রেন্ডের কমবেশি দরদাম নিয়ে নিহত আকাশের সাথে ঐ পাকিস্তানির কথাকাটি হয় এবং একপর্যায়ে ধ্বস্তাধস্তি হয়।

পরে পাকিস্তানিরা দুই ভাগে ভা হয়ে চৌদ্দ- পনের জনের দুটি দল অাকাশ রহমানের উপর হামলা চালায়। অাকাশ দৌড়ে পালানোর সময় যার সাথে অাকাশ রহমানের কথা কাটাকাটি হয়েছিল সেই পাকিস্তানি অাকাশ রহমানের বুকে ও পেটে সজোরে ছুরিকাঘাত করে ঘটনাস্থলেই মৃত নিশ্চিত করে তারা পালিয়ে যায়।

আকাশ দীর্ঘ দিন ধরে স্প্রিং শহরে সুনামের সাথে ব্যবসা করে আসছিলেন এবং দেশে বিয়ে করে ৬ মাস আগে সাউথ আফ্রিকায় বউ নিয়ে আসেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!