Sunday, April 20

উচ্চশিক্ষার নতুন দিগন্ত: IIAST

রায়হান আবিদ: বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় প্রতিনিয়ত নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হচ্ছে। আধুনিক বিজ্ঞানের বিস্তৃত জ্ঞানভান্ডারকে বাস্তবিক গবেষণার সঙ্গে সংযুক্ত করার প্রয়াসেই প্রতিষ্ঠিত হয়েছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব এপ্লায়েড সায়েন্স অ্যান্ড টেকনোলজি (IIAST), রংপুর।

IIAST bangladesh
IIAST bangladesh

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রংপুর বিভাগের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট হিসেবে ওওঅঝঞ ইতোমধ্যেই জ্ঞানপিপাসু তরুণদের মাঝে সাড়া ফেলেছে।

২০১৫ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের শুধু চার দেয়ালে সীমাবদ্ধ রাখে না, বরং তাদের জ্ঞানচর্চার পরিধিকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃত করতে প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে এখানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষকমন্ডলী পাঠদান করেন।

আধুনিক মাল্টিমিডিয়া ক্লাসরুম, সমৃদ্ধ লাইব্রেরি ও লেকচারশিট সরবরাহের পাশাপাশি শিক্ষার্থীদের গবেষণার জন্যও অনুকূল পরিবেশ নিশ্চিত করা হয়েছে। Wi-Fi সমৃদ্ধ ক্যাম্পাস শিক্ষার্থীদের ডিজিটাল লার্নিংয়ে আরও অগ্রগামী করছে।

বিশ্বমানের গবেষণা ও উচ্চশিক্ষার সুযোগ শুধু দেশীয় শিক্ষার গতিতে আবদ্ধ না থেকে IIAST তার শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক গবেষণার পথ খুলে দিয়েছে। যুক্তরাষ্ট্রের টাফট্স বিশ্ববিদ্যালয়, ইংল্যান্ডের কেন্ট বিশ্ববিদ্যালয় ও চীনের সাংহাই ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউটের সঙ্গে সমঝোতা চুক্তি থাকার ফলে শিক্ষার্থীরা উচ্চশিক্ষা, গবেষণা ও ইন্টার্নশিপের সুবর্ণ সুযোগ পাচ্ছেন। এই সুযোগ ভবিষ্যৎ বিজ্ঞানীদের জন্য বিশ্ব দরবারে নিজেদের প্রতিভা তুলে ধরার এক দারুণ সম্ভাবনা তৈরি করেছে। বিজ্ঞানচর্চার সমৃদ্ধ পাঠক্রম IIAST-এ চার বছর মেয়াদী বি.এস-সি অনার্স ডিগ্রির অধীনে চারটি বিভাগ চালু রয়েছে—

✔ ফুড অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স (৫০ আসন)

✔ মাইক্রোবায়োলজি (৫০ আসন)

✔ ফিশারিজ (৫০ আসন)

✔ কৃষি (৪০ আসন)

ভর্তি হতে চাইলে ২০২২ বা পরবর্তী বছরে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়া সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমাধারীরাও আবেদন করতে পারবেন। মেধাবীদের জন্য বৃত্তি ও বিশেষ সুবিধা শিক্ষার ব্যয় যেন মেধাবীদের কাছে কোনো বাধা হয়ে না দাঁড়ায়, সে জন্য রয়েছে বিশেষ বৃত্তির ব্যবস্থা।

এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫.০০ পাওয়া শিক্ষার্থীরা পাবেন ১০% পর্যন্ত বৃত্তি। তাছাড়া, প্রাতিষ্ঠানিক রেজাল্টের ভিত্তিতে আরও ৫% বৃত্তির সুযোগ থাকছে। এছাড়া মুক্তিযোদ্ধার সন্তান, উপজাতি ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা রয়েছে, যা শিক্ষার সুযোগকে আরও সবার জন্য উন্মুক্ত করে তুলেছে।

শিক্ষার্থীদের জন্য সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রম IIAST শুধু একাডেমিক পাঠদানের মধ্যে সীমাবদ্ধ নয়, শিক্ষার্থীদের মানসিক বিকাশেও গুরুত্ব দেয়। সেই লক্ষ্যেই আয়োজিত হয় বিভিন্ন উৎসব ও সাংস্কৃতিক কার্যক্রম।

আসন্ন ১৪৩১ বঙ্গাব্দের পিঠা উৎসব সেই ধারাবাহিকতারই অংশ। ভবিষ্যতের জন্য এক অনন্য পথচলা IIAST-এর শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট পাবেন, যা তাদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতির পথকে প্রশস্ত করবে। ভবিষ্যৎ বিজ্ঞানী, গবেষক ও প্রযুক্তিবিদদের তৈরি করতে এই প্রতিষ্ঠান তার দায়িত্ব পালনে বদ্ধপরিকর। যদি তোমার লক্ষ্য হয় বিজ্ঞান ও প্রযুক্তির পথে এগিয়ে যাওয়া, তবে IIAST হতে পারে তোমার স্বপ্ন পূরণের সেরা ঠিকানা!


মো রায়হান আবিদ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *