পঞ্চম শ্রেণির জন্য বাংলা কুইজ
প্রশ্ন: বাংলা ভাষার বর্ণমালায় মোট কয়টি স্বরবর্ণ আছে?
উত্তর: ১১টি
প্রশ্ন: বাংলা ভাষার বর্ণমালায় মোট কয়টি ব্যঞ্জনবর্ণ আছে?
উত্তর: ৩৯টি
প্রশ্ন: বাংলা সাহিত্যের জনক কাকে বলা হয়?
উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
প্রশ্ন: বাংলা ভাষার প্রথম ব্যাকরণ বই কে লিখেছিলেন?
উত্তর: নাথানিয়েল ব্রাসি হ্যালহেড
প্রশ্ন: ‘আমার সোনার বাংলা’ কবিতার রচয়িতা কে?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর
প্রশ্ন: ‘কাজী’ শব্দের বাংলা প্রতিশব্দ কী?
উত্তর: বিচারক
প্রশ্ন: বাংলা ভাষার প্রথম উপন্যাস কোনটি?
উত্তর: আলালের ঘরের দুলাল (প্যারীচাঁদ মিত্র)
প্রশ্ন: বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্যের নাম কী?
উত্তর: মেঘনাদ বধ কাব্য (মাইকেল মধুসূদন দত্ত)
প্রশ্ন: বাংলা ভাষার প্রথম পত্রিকার নাম কী?
উত্তর: সমাচার দর্পণ
প্রশ্ন: ‘সোনার তরী’ কাব্যগ্রন্থের লেখক কে?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর
প্রশ্ন: ‘সবার উপরে মানুষ সত্য’ – এই উক্তিটি কার?
উত্তর: চণ্ডীদাস
প্রশ্ন: ‘নদী’ কোন প্রকৃতির বিশেষ্য?
উত্তর: জাতিবাচক বিশেষ্য
প্রশ্ন: ‘চাঁদ’ শব্দটি কোন লিঙ্গের?
উত্তর: পুংলিঙ্গ
প্রশ্ন: ‘জল পড়ে পাতা নড়ে’ – এটি কোন ধরনের বাক্য?
উত্তর: যৌগিক বাক্য
প্রশ্ন: ‘বাতাস’ শব্দটি কোন বর্ণের শব্দ?
উত্তর: তৎসম
প্রশ্ন: বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে?
উত্তর: চন্দ্রাবতী
প্রশ্ন: ‘উঠিতে’ শব্দের ধাতু কী?
উত্তর: উঠ
প্রশ্ন: ‘আমাদের ছোট নদী’ কবিতার কবি কে?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর
প্রশ্ন: কোন ছন্দে মাত্রার হিসাব থাকে?
উত্তর: মাত্রাবৃত্ত ছন্দ
প্রশ্ন: ‘বই পড়া ভালো অভ্যাস’ – এখানে ‘ভালো’ কোন পদ?
উত্তর: বিশেষণ
প্রশ্ন: ‘চোখ’ শব্দটি কোন লিঙ্গের?
উত্তর: উভয়লিঙ্গ
প্রশ্ন: ‘আকাশ’ শব্দটি কোন কারকের উদাহরণ?
উত্তর: অধিকরণ কারক
প্রশ্ন: ‘তুমি’ কোন পুরুষের সর্বনাম?
উত্তর: মধ্যম পুরুষ
প্রশ্ন: বাংলা ভাষার সহজ-সরল গদ্যের প্রবর্তক কে?
উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
প্রশ্ন: বাংলা ভাষার শব্দ তিন প্রকার – কী কী?
উত্তর: তৎসম, তদ্ভব, দেশি
প্রশ্ন: ‘হাসন রাজা’ কোন ধরনের কবি ছিলেন?
উত্তর: মরমি কবি
প্রশ্ন: ‘বাঘের পিঠে চড়া’ – এর অর্থ কী?
উত্তর: বিপদে পড়া
প্রশ্ন: ‘মেঘ দেখে কেউ করিস নে ভয়’ – এটি কার কবিতা?
উত্তর: সত্যেন্দ্রনাথ দত্ত
প্রশ্ন: ‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি’ – এটি কার লেখা?
উত্তর: মদনমোহন তর্কালঙ্কার
প্রশ্ন: বাংলা ভাষায় তৎসম শব্দ কোথা থেকে এসেছে?
উত্তর: সংস্কৃত ভাষা
প্রশ্ন: ‘নতুন কলম’ – এটি কোন ধরনের বিশেষণ?
উত্তর: গুণবাচক বিশেষণ
প্রশ্ন: ‘আমি তোমাকে ভালোবাসি’ – এখানে ‘ভালোবাসি’ কোন পদ?
উত্তর: ক্রিয়া
প্রশ্ন: ‘শব্দ ও ধ্বনির বিশ্লেষণ কোন শাখার কাজ?’
উত্তর: ভাষাবিজ্ঞান
প্রশ্ন: ‘মোদের গরব মোদের আশা’ – এটি কোন কবির লেখা?
উত্তর: অতুল প্রসাদ সেন
প্রশ্ন: ‘আকাশে বাতাসে’ – এটি কোন ধরনের সন্ধি?
উত্তর: ব্যঞ্জন সন্ধি
প্রশ্ন: বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
উত্তর: চর্যাপদ
প্রশ্ন: বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি কে?
উত্তর: শাহ মুহাম্মদ সগীর
প্রশ্ন: কাজী নজরুল ইসলামের ছদ্মনাম কী ছিল?
উত্তর: দুখু মিয়া