Saturday, April 27
Shadow

পঞ্চম শ্রেণির বিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

পঞ্চম শ্রেণির বিজ্ঞান

সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

 

১. বাস্তুসংস্থান বলতে কী বোঝায়? 

উত্তর: একটি স্থানের সকল জীব ও জড়বস্তুর মধ্যকার পারষ্পরিক ক্রিয়াকে ওই স্থানের বাস্তুসংস্থান বলা হয়।

 

২. একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে কী গঠন করে? 

উত্তর: খাদ্য জাল।

 

৩. পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ কোনটি? 

উত্তর: শিল্পায়ন।

 

৪. উদ্ভিদের দেহের কত ভাগ পানি? 

উত্তর: ৯০ ভাগ

 

৫. মানবদেহের কত ভাগ পানি? 

উত্তর: ৬০-৭০ ভাগ।

 

৬. বাষ্প থেকে তরলে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কী বলে? 

উত্তর: ঘনীভবন।

 

পঞ্চম শ্রেণির বিজ্ঞান : আবহাওয়া ও জলবায়ু

 

৭. অগ্নিনির্বাপক যন্ত্রে কোন গ্যাস ব্যবহার করা হয়? 

উত্তর: কার্বন ডাই-অক্সাইড

 

৮. খাবার, জ্বালানি তেল, কয়লা এগুলো থেকে আমরা কোন ধরনের শক্তি পেয়ে থাকি?

উত্তর: রাসায়নিক শক্তি।

 

৯. সৌরজগতের সমস্ত শক্তির মূল উৎস কী? 

উত্তর: সূর্য।

 

১০. বিকিরণ কাকে বলে? 

উত্তর: যে প্রক্রিয়ার তাপশক্তি কোনো মাধ্যম ছাড়াই উৎস থেকে চারদিকে ছড়িয়ে পড়ে তাকে বিকিরণ বলে।

 

এক নজরে সৌরজগত : সৌরজগত নিয়ে অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর

 

১১. সংক্রামক রোগ বলতে কী বোঝায়? 

উত্তর: যেসব রোগ প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে একজন থেকে অন্যজনের দেহে ছড়াতে পারে তাকে সংক্রামক রোগ বলে।

 

১২. এইডস রোগ কোন ভাইরাসের কারণে হয়? 

উত্তর: এইচআইভি ভাইরাস।

 

১৩. টাইফয়েড রোগের জীবাণু কীসের মাধ্যমে ছড়ায়? 

উত্তর: পানির মাধ্যমে।

 

১৪. পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত কিলোমিটার? 

উত্তর: ৩,৮৪,৪০০ কি.মি.

 

১৫. চাঁদ থেকে পৃথিবীতে আলো পৌছাতে কতক্ষণ সময় লাগে? 

উত্তর: ১.৩ সেকেন্ড।

 

১৬. পৃথিবী যে ছায়াপথ বা গ্যালাক্সিতে অবস্থিত তার নাম কী?

উত্তর: মিল্কিওয়ে গ্যালাক্সি।

 

১৭. আহ্নিক গতি কাকে বলে? 

উত্তর: নিজ অক্ষের উপর পৃথিবীর ঘূর্ণায়মান গতিকে আহ্নিক গতি বলে।

 

১৮. দিন ও রাত হয় কীসের কারণে? 

উত্তর: আহ্নিক গতির কারণে।

 

১৯. পৃথিবীর চারদিকে একবার ঘুরে আসতে চাঁদের কতদিন লাগে? 

উত্তর: ২৮ দিন।

 

২০. অক্ষ কী? 

উত্তর: পৃথিবীর কেদ্র বরাবর ছেদকারী কাল্পনিক রেখা।

 

২১. সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধির কারণ কী? 

উত্তর: বৈশ্বিক উষ্ণায়ন।

 

২২. একটি গ্রিনহাউজ গ্যাসের নাম লেখ।

উত্তর: কার্বন ডাই-অক্সাইড।

 

২৩. ঘূর্নিঝড় কেন সৃষ্টি হয়? 

উত্তর: বাতাসের নিম্মচাপের কারণে।

 

২৪. কালবৈশাখী কত কি.মি. এলাকা পর্যন্ত বিস্তৃত হতে পারে? 

উত্তর: ২০ কি.মি.

 

২৫. জলবায়ু কী? 

উত্তর: জলবায়ু হলো কোনও স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা।

 

২৬. গুগল, ইয়াহু, পিপীলিকা এগুলো কী? 

উত্তর: সার্চ ইঞ্জিন।

 

২৭. প্রযুক্তি কী? 

উত্তর: প্রযুক্তি হচ্ছে বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ।

 

২৮. বৈজ্ঞানিক পদ্ধতির সর্বপ্রথম ধাপ কোনটি? 

উত্তর: পর্যবেক্ষণ।

 

২৯. চাঁদের কি নিজস্ব আলো রয়েছে? 

উত্তর: না।

 

৩০. ঋতু পরিবর্তন কেন হয়? 

উত্তর: পৃথিবীর বার্ষিক গতির কারণে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!

error: Content is protected !!