Monday, December 23
Shadow

প্রাথমিক শিক্ষা সমাপনী : প্রশ্নপত্র কাঠামো ও নম্বর বিভাজন

২০১৩ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রশ্নপত্র কাঠামো ও নম্বর বিভাজন :
বিষয় : বাংলা
সময়: ২ ঘণ্টা পূর্ণমান-১০০
প্রদত্ত অনুচ্ছেদ/কবিতাংশ পড়ে ১,২,৩ এবং ৪ ক্রমিক প্রশ্নের উত্তর লিখ (বই বর্হিভূত-যোগ্যতাভিত্তিক):
১. সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখন (যোগ্যতাভিত্তিক ৫টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে) ১–৫=৫
২. শূন্যস্থান পূরণকরণ (যোগ্যতাভিত্তিক ৫টি শূন্যস্থান থাকবে) ১–৫=৫
৩. যুক্তবর্ণ দিয়ে শব্দ গঠন ও বাক্যে প্রয়োগ/যুক্তবর্ণ বিভাজন করে
লিখন (যোগ্যতাভিত্তিক) ১–৫=৫
৪. নিচের প্রশ্নগুলোর উত্তর লিখন/বুঝিয়ে লিখন (যোগ্যতাভিত্তিক ২টি প্রশ্ন থাকবে এবং প্রতিটির উত্তর লিখতে হবে।) ৫–২=১০
প্রদত্ত অনুচ্ছেদ/কবিতাংশ পড়ে ৫, ৬, ৭ এবং ৮ ক্রমিক প্রশ্নের উত্তর লিখন (বই হতে):
৫. সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখন (৫টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে) ১–৫=৫
৬. নিচের প্রশ্নগুলোর উত্তর লিখন (৫টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের উত্তর
দিতে হবে।) ২–৫=১০
৭. অনুচ্ছেদ বা কবিতাংশটুকুর মূলভাব লিখন। ৫
৮. শব্দার্থ লিখন (৫টি শব্দ থাকবে। প্রতিটির অর্থ লিখতে হবে।) ১–৫=৫
৯. বানান শুদ্ধ করে লিখন/ কোনটি কোন পদ তা লিখন। ১–৫=৫
১০. বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদ পুনঃ লিখন। ১–৫=৫
১১. এক কথায় প্রকাশ (৫টি)/ ক্রিয়াপদের চলিতরূপ লিখন (৫টি) ১–৫=৫
১২. বিপরীত শব্দ লিখন (৫টি)/ ক্রিয়াপদের চলিতরূপ লিখন (৫টি) ১–৫=৫
১৩. কবিতার চরণ সাজিয়ে লিখন এবং কবিতা, কবির নাম ও প্রশ্নোত্তর লিখন। ১০
(ক) কবিতার চরণগুলো সাজিয়ে লেখা –৬
খ) কবিতাংশটুকু কোন কবিতার অংশ? –১
গ) কবিতাটির কবির নাম কী—১
ঘ) কবিতাংশ হতে প্রশ্ন (১/২টি) –২
১৪. আবেদন পত্র লিখন/চিঠি লিখন। ৫
১৫. ফরম পূরণকরণ ৫
১৬. ২০০ শব্দের মধ্যে রচনা লিখন (Hints দেয়া থাকবে) ১০
বিষয় : English
Time: 2 hours Full marks: 100
Read the text and answer the questions 1, 2 and 3 (This text/dialogue/diagram/picture will not be taken from English for today class V but it must be similar difficulty level for grade V students)
1. Multiple choice questions (Competency based) 1–10= 10
2. Fill in the blanks with the given words (Competency based) 1–5=5
3. Answer the following questions. (5-7 questions will be given and students will have to answer all of them) (Competency based) 10
Read the text and answer the questions 4, 5 and 6 (This text/dialogue/diagram/picture will be taken from English for today class V book)
4. Multiple choice questions. 1–10=10
5. Match given words with their meanings (In column A five words and in column B five meanings and extra 2 will be given. Students will have to write words and their meaning accordingly in their answer
papers) 1–5=5
6. Answer the following questions. (2-5 questions will be given and students will have to answer all of them). 5
7. Rearrange the given five sentences to make a meaningful
story. 1–5=5
8. Rewrite the sentence(s) using punctuations and capital letters where necessary. 1–5=5
9. Write correctly (Words/Phrases/Sentences) or Make questions, negative statement sentences: 1–5=5
10. Translate into English. 1–5=5
11. Translate into Bangla. 1–5=5
12. Write dialogue 5
13. Complete simple forms. 5
14. Write short and simple compositions (cues/questions/hints/model composition will be given) 10
15. Write simple personal letters (cues will be given and students will have to write a letter accordingly): 10
বিষয় : গণিত
সময়: ২ ঘণ্টা পূর্ণমান-১০০
[১, ২, ৩ এবং ১৩ নং প্রশ্নসহ দশটি প্রশ্নের উত্তর দিতে হবে।]
১. নৈর্ব্যক্তিক প্রশ্ন (১০টি- যোগ্যতাভিত্তিক)১–১০=১০
২. সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন (১০টি প্রশ্ন থাকবে। তন্মধ্যে ৫টি প্রশ্ন হবে যোগ্যতাভিত্তিক) ১–১০-১০
৩. চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলি
(যোগ্যতাভিত্তিক) ১০
৪. ঐকিক নিয়ম সম্পর্কিত সমস্যা ১০
৫. গড় সম্পর্কিত সমস্যা ১০
৬. ল.সা.গু ও গ.সা.গু সম্পর্কিত সমস্যা ১০
৭. সাধারণ ভগ্নাংশ সম্পর্কিত সমস্যা ১০
৮. দশমিক ভগ্নাংশ সম্পর্কিত সমস্যা ১০
৯. শতকরা সম্পর্কিত সমস্যা ১০
১০. পরিমাপ সম্পর্কিত সমস্যা ১০
১১. সময় সম্পর্কিত সমস্যা ১০
১২. উপাত্ত বিন্যাস্তকরণ ১০
১৩. জ্যামিতি
ক) নির্দেশনা অনুসারে চিত্র অংকন ৪
খ) চিত্রসহ সংজ্ঞা লিখন (৩টি) ২–৩=৬
বিষয় : প্রাথমিক বিজ্ঞান
সময়: ২ঘণ্টা পূর্ণমান-১০০
১. নৈর্ব্যক্তিক প্রশ্ন (৪০টি থাকবে এবং ৪০টি প্রশ্নেরই উত্তর লিখতে হবে। তন্মধ্যে ১৫টি হবে যোগ্যতাভিত্তিক) ১–৪০=৪০
২. শূন্যস্থান পূরণ (১০টি থাকবে এবং ১০টিরই উত্তর
লিখতে হবে) ১–১০=১০
৩. সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন (১০টি থাকবে এবং ১০টিরই উত্তর লিখতে হবে) ১–১০=১০
৪. কাঠামোবদ্ধ উত্তর প্রশ্ন (১০টি থাকবে তন্মেধ্যে ৮টির উত্তর লিখতে হবে। ১০টি প্রশ্নের মধ্যে ২টি যোগ্যতাভিত্তিক হবে যা আবশ্যিক) ৫–৮=৪০
বিষয় : ধর্ম (সকল)
সময়: ২ ঘণ্টা পূর্ণমান-১০০
১. নৈর্ব্যক্তিক প্রশ্ন (৪০টি থাকবে এবং ৪০টি প্রশ্নেরই উত্তর লিখতে হবে। তন্মধ্যে ১৫টি হবে যোগ্যতাভিত্তিক) ১–৪০=৪০
২. শূন্যস্থান পূরণ (১০টি থাকবে এবং ১০টিরই উত্তর
লিখতে হবে) ১–১০=১০
৩. সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন (১০টি থাকবে এবং ১০টিরই উত্তর লিখতে হবে) ১–১০=১০
৪. কাঠামোবদ্ধ উত্তর প্রশ্ন (১০টি থাকবে তন্মেধ্যে ৮টির উত্তর লিখতে হবে। ১০টি প্রশ্নের মধ্যে ২টি যোগ্যতাভিত্তিক হবে যা
আবশ্যিক) ৫–৮=৪০
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সময়: ২ ঘণ্টা পূর্ণমান-১০০
১. নৈর্ব্যক্তিক প্রশ্ন (৪০টি থাকবে এবং ৪০টি প্রশ্নেরই উত্তর লিখতে হবে। তন্মধ্যে ১৫টি হবে
যোগ্যতাভিত্তিক) ১–৪০=৪০
২. শূন্যস্থান পূরণ (১০টি থাকবে এবং ১০টিরই উত্তর লিখতে হবে) ১–১০=১০
৩. সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন (১০টি থাকবে এবং ১০টিরই উত্তর লিখতে হবে) ১–১০=১০
৪. কাঠামোবদ্ধ উত্তর প্রশ্ন (১০টি থাকবে তন্মেধ্যে ৮টির উত্তর লিখতে হবে। ১০টি প্রশ্নের মধ্যে ২টি যোগ্যতাভিত্তিক হবে যা আবশ্যিক) ৫–৮=৪০
গত মঙ্গলবার প্রকাশিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের দ্বিতীয় অংশ আগামী শনিবার প্রকাশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!