Friday, April 19
Shadow

গণিত শেখার ওয়েবসাইট : Math learning websites

অনলাইনে শেখা যায় গণিত ও অঙ্কের নানা সূত্র। এর জন্য আছে দারুণ কিছু গণিতের ওয়েবসাইট । নিচে এমন কিছু ম্যাথ লার্নিং সাইটের বর্ণনা ও লিংক দেওয়া হলো। গণিত শেখার ওয়েবসাইট : Math learning websites

 

Math learning websites পারপাল ম্যাথ

গণিত শেখার ওয়েবসাইট Purplemath.com। বর্ণের ক্রমানুসারে সাজানো আছে গণিতের বিভিন্ন চ্যাপ্টার। শুরু থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সব বিষয়ই পাওয়া যাবে। ধাপে ধাপে শেখার তালিকাও আছে। শুরুতে সংখ্যার ধারণা থেকে ধীরে ধীরে শেখানো হয়েছে চলক, সমীকরণ, গ্রাফ, লিনিয়ার প্রগ্রামিং, কোয়াড্রেটিক, মেট্রিক্স, দ্বিঘাত সমীকরণ, ত্রিকোনমিতি ইত্যাদি। ছবি, গ্রাফ ও সূত্র আছে প্রতিটি অধ্যায়ে। আছে একটি কুইজ বিভাগও। মূল মেনুতে পাবে স্টাডি স্কিলস কুইজ। আছে বাড়িরকাজ তৈরির নির্দেশিকা।

এই সাইটের বামেই পাওয়া যাবে বিভিন্ন পরীক্ষাভিত্তিক গণিতের কোর্সের লিংক। সবকটাই বিনামূল্যে শেখা যাবে। এর মধ্যে কিছু সাইটে অবশ্য নিবন্ধন করে নিতে হবে।

 

ইউসুমুরা

ওহাইয়ো ইউনিভার্সিটিতে গণিত পড়ান ইউ সুমুরা। একাই গড়ে তুলেছেন yutsumura.com সাইটটি। শুরুর টপিক তালিকায় আছে লিনিয়ার অ্যালজেবরা, গ্রপ থিওরি, রিং থিওরি, ফিল্ড থিওরি ও মডিউল থিউরির লিংক। একটু উপরের পর্যায়ের শিক্ষার্থীদের জন্য সাজানো হয়েছে এ সাইটের পড়াশোনা। লিংকে ক্লিক করলে পাওয়া যাবে অনেকগুলো সমস্যা ও সেগুলোর সমাধান। গণিতের সমীকরণগুলো বেশ পরিচ্ছন্ন করে উপস্থাপন করা হয়েছে এখানে। শুধু গাণিতিক সমস্যা ও সমাধান দিয়েই সাইটটি সাজিয়েছেন ইউ সুমুরা।

গণিত শেখার ওয়েবসাইট : Math learning websites

 

গণিতের ভল্ট

উচ্চতর গণিতের নানান বিষয় তো আছেই, সেই সঙ্গে এ সাইটে পাবে একটা বড়সড় শব্দকোষ। মূল মেনুর ভল্ট বিভাগের জেনারেল ম্যাথ বাটনে ক্লিক করলে পাবে সংখ্যার ধারণাসহ নানান তত্ত্বের আলোচনা। কম্পিউটারের গ্রাফিক্স ডিজাইনের নেপথ্যে যে গাণিতিক সূত্র কাজ করে সেগুলোও পাবে এ সাইটে। বিভিন্ন তত্ত্বের আলোচনার পাশাপাশি সেগুলোর ব্যবহারের কথাও আছে। লগারিদম নিয়ে আগাগোড়া সব পাবে সাইটটির এই লিংকে https://mathvault.ca/logarithm-theory/

 

নাম্বারফাইল

এটি ইউটিউব চ্যানেল। সাবসক্রাইবার সংখ্যা ৩২ লাখেরও বেশি। এনিমেশন ও লেকচারের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে গণিতের জটিল সব বিষয়। তবে প্রতিটি আলোচনাতেই পাবে মজার উপস্থাপনা। চ্যানেলটির লিংক https://www.youtube.com/user/numberphile

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!

error: Content is protected !!