Monday, December 23
Shadow

চতুর্থ শ্রেণির বহুনির্বাচনী : বাংলাদেশ ও বিশ্ব পরিচয়

চতুর্থ শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এর গুরুত্বপূর্ণ একটি অধ্যায় বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী। এখান থেকে চতুর্থ শ্রেণির বহুনির্বাচনী প্রশ্নগুলো কমন পড়তে পারে। তাই নিচের প্রশ্নোত্তরগুলোতে ঝটপট চোখ বুলিয়ে নাও। নিয়মিত আপডেট পেতে যোগ দাও আমাদের পড়ার গ্রুপে

চতুর্থ শ্রেণির বহুনির্বাচনী প্রশ্নোত্তর : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

১। চাকমাদের বেশিরভাগ কোন ধর্মাবলম্বী?
উত্তর : বৌদ্ধ।
২। চাকমাদের প্রধান খাবার কী?
উত্তর : ভাত।
৩। চাকমাদের পোশাকের উপরের ওড়নার মতো অংশকে কী বলে?
উত্তর : হাদি।
৪। বৌদ্ধ পূর্ণিমা কোন মাসে পালিত হয়?
উত্তর : বৈশাখ মাসে।
৫। বাংলা নববর্ষের সময় চাকমারা কোন উৎসব পালন করে?
উত্তর : বিজু উৎসব।
৬। চাকমারা বিজু উৎসব কয় দিন ধরে পালন করে?
উত্তর : তিন দিন
৭। চাকমা জনগোষ্ঠী বংলাদেশের কোন স্থানে বাস করে?
উত্তর : রাঙামাটি ও খাগড়াছড়ি অঞ্চলে।
৮। মারমারা শুঁটকি মাছের ভর্তাকে কী বলে?
উত্তর : নাপ্পি।
৯। মারমা ছেলে ও মেয়েদের পোশাকের নাম কী?
উত্তর : থামি ও আঙ্গি।
১০। মারমারা সাংগ্রাই উৎসব কখন পালন করে?
উত্তর : বৈশাখ মাসের দ্বিতীয় দিনে।
১১। মারমাদের পানিখেলা কোন উৎসবে হয়?
উত্তর : সাংগ্রাই।
১২। সাঁওতালরা পট গাছের পাতা দিয়ে কী রান্না করে?
উত্তর : নালিতা নামের একটি খাবার।
১৩। সাঁওতাল জনগোষ্ঠীর প্রধান উৎসব কয়টি?
উত্তর : পাঁচটি।
১৪। সাঁওতালরা বারোয়ারি ভোগ দেওয়ার উৎসবের নাম কী?
উত্তর : হাড়িয়ারসিম।
১৫। মাঘসিম সাঁওতালদের কী উৎসব?
উত্তর : ঘর বানানোর জন্য বন থেকে খড় কুড়ানোর উৎসব।
১৫। সাঁওতালদের সোহরায় উৎসব কখন হয়?
উত্তর : প্রধান ফসল ঘরে তোরার পরে।
১৬। মনিপুরি নৃ-গোষ্ঠীর লোকেরা কোথায় বাস করে?
উত্তর : সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে।
১৭। মনিপুরিরা কী কী ভাষাগোষ্ঠীতে বিভক্ত?
উত্তর : মনিপুরি ও মৈ তৈ মণিপুর।
১৮। সামাজিকভাবে মাংস নিষিদ্ধ কোন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীতে?
উত্তর: মনিপুরিদের।
১৯। মনিপুরিদের প্রিয় খাবার ‘সিঞ্জেদা’ কী দিয়ে বানানো হয়?
উত্তর : বিভিন্ন ধরনের শাক-সবজি দিয়ে।
২০। রাসপূর্ণিমা কোন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উৎসব?
উত্তর : মনিপুরি।
২১। চাকমারা গ্রাম-প্রধানকে কী বলে?
উত্তর : কারবারি।
২২। কোন পদ্ধতিতে চাকমারা জমি চাষ করে?
উত্তর : জুম।
২৩। পুরাতন ফসল পুড়িয়ে নতুন বীজ বপন পদ্ধতিকে কী চাষ বলে?
উত্তর : জুম চাষ।
২৪। চাকমা নারীদের পোশাকের নাম কী?
উত্তর : পিনোন।
২৫। বাংলাদেশের কোন অংশে চাকমা জনগোষ্ঠী বাস করে?
উত্তর : দক্ষিণ-পূর্বে।

পঞ্চম শ্রেণির গণিত : অধ্যায় ৬ নিয়ে আলোচনা (ভিডিও)

গণিতের টিপস : অংকের ভয় দূর করার চার মন্ত্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!