Monday, December 23
Shadow

‘এভাবে মিমিকে অপমান করা শুভশ্রীর মোটেও ঠিক হয়নি’

শুভশ্রীরট্যুইটার থেকে ফেসবুক৷ সোশ্যাল মিডিয়ার ক্যুইন হয়ে বসে আছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়৷ কারণ নায়িকার জন্মদিন ছিল৷ সেই দিনে ভক্তরা কী আর শান্ত থাকতে পারে৷ সাইবারদুনিয়া জুড়ে ভক্তরা সহ সকল সেলেব্রিটিরা বার্থডে উইশ করেছেন শুভশ্রীকে৷

আর জন্মদিনেও খানিক সময় বের করে সকলের ট্যুইটের রিপ্লাই দিয়েছেন অভিনেত্রী৷ আজকেও ধীরে ধীরে রিপ্লাই দিচ্ছেন সকলের শুভেচ্ছার৷ জিৎ, প্রসেনজিৎ, ঋতুপর্ণা, একে একে প্রত্যেকের শুভেচ্ছায় ভরে উঠছে শুভেশ্রীর ট্যুইটার টাইমলাইন৷

এর মাঝেই একটা পোস্ট বেশ নজর কেড়েছে সকলের৷ মিমির ট্যুইট৷ অগণিত সেলেব্রিটির জন্মদিনের শুভেচ্ছার মাঝেই মিমির উইশ অবাক করে দিয়েছে সকলকে৷ ইন্ডাস্ট্রির আনাচে কানাচে প্রায়ই শোনা যায়, রাজের এক্স গার্লফ্রেন্ড হওয়ার কারণে মিমি নাকি রাজের স্ত্রী শুভশ্রীর ছায়াও মাড়ান না৷ একই ইভেন্টে থাকলেও এড়িয়ে চলেন একে অপরকে৷ সেই শত্রুতাই ভুলতে বসেছেন মিমি৷ নয়তো শুভশ্রীকে জন্মদিনে উইশ করতেন না৷ এমনই অনুমান করছে সাইবারবাসী৷

এরই মধ্যে আরও একটা বিষয় নিয়ে কানাঘুষো শুরু হয়েছে টলিপাড়ায়৷ প্রত্যেকের ট্যুইটের জবাব দিলেও মিমির শুভেচ্ছার কোনও উত্তর দেননি তিনি৷ এমনকি যারা পরে শুভশ্রীকে উইশ করেছেন তাদের ট্যুইটের রিপ্লাই দিলেও বহুক্ষণ আগে করা মিমির উইশ একেবারে এড়িয়ে গিয়েছেন৷

পরিস্থিতি বলছে, মিমি বন্ধুত্বের হাত বাড়ালেও শুভশ্রী একেবারেই নাকি প্রস্তুত নন৷ মিমির ফ্যানেরা এদিকে শুভশ্রীর সমালোচনা করে বলেছে, “মিমি যথেষ্ট ভালো একজন মানুষ৷ ও বন্ধুত্বের হাত বাড়িয়ে ভালো মানসিকতার পরিচয় দিয়েছে৷ কিন্তু শুভশ্রী যে মানুষ হিসেবেও ভালো নয় সেটাই বোঝা গেল৷” তবে এভাবে মিমিকে অপমান করা শুভশ্রীর মটেও ঠিক হয় নি।

অন্যদিকে শুভশ্রী-ভক্তরা তাঁর বিরুদ্ধে একটা শব্দ শুনতেও নারাজ৷ তাদের কথায়, বড়ো সেলেব্রিটিরা নিজেদের প্রোফাইল নিজেরাই সবসময় হ্যান্ডেল করে না৷ তাঁদের নিজস্ব ম্যানেজার থাকে৷ শুভশ্রী হয়তো জানেও না যে মিমি উইশ করেছে৷ আর যদি উনি দেখেই থাকেন তাহলে পরে নিশ্চই রিপ্লাই করবেন৷

খবরটি প্রকাশিত হওয়া পর্যন্ত যদিও শুভশ্রীর প্রত্য়ুত্তরের দেখা পাওয়া যায়নি৷ তবে আসল ঘটনা কি তা অবশ্য তারকারাই জানেন৷

টলি-টাউনের আনাচে কানাচে এমন মুখরোচক খবর আগেও ঘুরত, ট্রেন্ড বজায় রেখে তা এখনও ঘুরে চলেছে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!