class="post-template-default single single-post postid-1869 single-format-standard wp-custom-logo group-blog vl-boxed aa-prefix-matin-">
Shadow

আর বেঁচে নেই রেনল্ডস

সত্তরের দশকের জনপ্রিয় হলিউড তারকা বার্ট রেনল্ডস মারা গেছেন। ৬ সেপ্টেম্বর হার্ট অ্যাটাকের পর তাঁকে নেওয়া হয় ফ্লোরিডার একটি হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় ৮২ বছর বয়সী অভিনেতার। ১৯৭২ সালে ‘ডেলিবারেন্স’ দিয়ে খ্যাতি পান রেনল্ডস। অস্কারে তিন আর গোল্ডেন গ্লোবে পাঁচ মনোনয়ন পাওয়া থ্রিলার ছবিটি দিয়ে হলিউডের অন্যতম আবেদনময়ী অভিনেতার খ্যাতি পান। পরে সত্তরের দশকে মুক্তি পাওয়া তাঁর প্রায় সব ছবিই বিপুল জনপ্রিয়তা পায়। রেনল্ডসের ক্যারিয়ার খ্যাতির শীর্ষে পৌঁছে ১৯৭৭ সালে অ্যাকশন কমেডি ‘স্মোকি অ্যান্ড দ্য ব্যানডিট’ দিয়ে। তরুণদের স্বপ্নের নায়কে পরিণত হন, হয়ে ওঠেন সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের একজন। তাঁর আরেকটি ব্যবসাসফল ছবি ‘দ্য ক্যানোবল রান’। আশির দশকের মাঝামাঝি থেকেই ধীরে ধীরে রাজত্ব হারাতে থাকেন। পরের দিকে তাঁর উল্লেখযোগ্য ছবি ‘বুগি নাইটস’।

জনপ্রিয় বিভিন্ন ছবিতে যেমন অভিনয় করেছেন তেমনি ফিরিয়েও দিয়েছেন আলোচিত সব চরিত্র। এর মধ্যে আছে জেমস বন্ড সিরিজের ছবিও! এমনকি ‘প্রিটি ওম্যান’-এ রিচার্ড গিয়ার, ‘ডাই হার্ড’-এর ব্রুস উইলিসের করা চরিত্রে প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছিলেন। এক সাক্ষাৎকারে এ বিষয়ে অভিনেতা বলেছিলেন, ‘অন্য অনেক অভিনেতার মতোই প্রস্তাব পাওয়া সব ছবিতে আমি কাজ করে উঠতে পারিনি।’

ছোটবেলায় ছিলেন ফুটবলার। কিন্তু বাজে এক ইনজুরিতে পড়ে ফুটবলার হওয়ার স্বপ্নের ইতি ঘটে। নাম লেখান সিনেমার রঙিন দুনিয়ায়।

অভিনেতার মৃত্যুতে শোক জানিয়েছেন হলিউড তারকারা। আর্নল্ড শোয়ার্জেনেগার বলেন, ‘সে আমার সবচেয়ে প্রিয় হিরোদের একজন। অ্যাথলেট থেকে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতা হয়ে উদাহরণ তৈরি করে গেছে।’ শোক জানিয়েছেন তাঁর ‘বুগি নাইটস’ সহকর্মী মার্ক ওয়ালবার্গও, ‘শান্তিতে থাকুন লেজেন্ড, বন্ধু।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!