Sunday, March 16

ইতালিতে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা

ইতালিতেনৌকা মার্কাকে জয়যুক্ত করতে নির্বচনী প্রচারণা শুরু করেছে ইতালি আওয়ামী লীগ নেতাকর্মীরা।

একাদশ জতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে একটি আধুনিক উন্নত বাংলাদেশ গড়তে নৌকায় ভোট দিতে আহ্বান করেন তারা।

ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মো. ইদ্রিস ফরাজী ও সাধারণ সম্পাদক হাসান ইকবালের নেতৃত্বে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজধানী রোমের পিয়াচ্ছা ভিত্তোরিওতে গণসংযোগ শুরু করেন।

এসময় নেতৃবৃন্দ সর্বসাধারণের মাঝে আওয়ামী লীগের উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে জনগণকে নৌকা মার্কায় ভোট দেয়ার কথা বলেন।

প্রচারণায় অংশগ্রহণ করেন, সর্ব ইউরোপ আওয়ামী লীগের সহসভাপতি কে এম লোকমান হোসেন, আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবু সাঈদ খান, আলী আহম্মদ ঢালী, আব্দুর রব ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক আফতাব বেপারী, এম,এ, রব মিন্টু, সোয়েব দেওয়ান, সাংগঠনিক সম্পাদক সর্দার লুৎফর রহমান, জামান মোক্তার, দপ্তর সম্পাদক হাবীব মোকদম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বাবু ঢালী, যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনায়েত করিম, রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ মামুন, সাধারণ সম্পাদক খলিল বন্দুকছি, যুবনেতা শাহাদাত হোসেন রনি, মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীমা পপি।

এছাড়াও উপস্থিত ছিলেন, এম,ডি, রিয়াজ হোসেন, এলিন আহমেদ মিঠু, শিমুল রহমান, মনিকা ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *