চীনের জাতীয় দিবসের বক্স অফিস আয় ছাড়িয়েছে ১১০ কোটি ইউয়ান - Mati News
Friday, December 5

চীনের জাতীয় দিবসের বক্স অফিস আয় ছাড়িয়েছে ১১০ কোটি ইউয়ান

চীনের জাতীয় দিবসের ছুটিতে বক্স অফিসের আয় ১১০ কোটি ইউয়ান ছাড়িয়েছে। শনিবার অনলাইন প্ল্যাটফর্মগুলো এই তথ্য জানায়।

অক্টোবরের ১ তারিখ থেকে শুরু হওয়া আট দিনের ছুটিতে চীনজুড়ে সিনেমা দেখা র ধুম পড়ে। চীনের সিনেমা শিল্পের জন্যও এটি দারুণ রমরমা মৌসুম।

এই বছরের জাতীয় দিবসের বক্স অফিস তালিকায় শীর্ষে রয়েছে যুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘দ্য ভলান্টিয়ারস: পিস এট লাস্ট’। পরিচালক ছেন খাইখ্য পরিচালিত ‘দ্য ভলান্টিয়ারস’ ট্রিলজির শেষ পর্ব এটি। ছবিটি কোরীয় যুদ্ধে চীনের অংশগ্রহণের সময় যুদ্ধক্ষেত্রের লড়াই ও কূটনৈতিক টানাপোড়েনের গল্প তুলে ধরেছে।

দ্বিতীয় স্থানে রয়েছে ‘ইভিল আনবাউন্ড’, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জাপানের জীবাণু যুদ্ধ ইউনিট ৭৩১-এর নৃশংসতা নিয়ে নির্মিত। ছবিতে একদল নিরপরাধ বন্দির করুণ পরিণতি দেখানো হয়েছে, যারা বরফে জমে যাওয়া, বিষাক্ত গ্যাস ও অঙ্গচ্ছেদ পরীক্ষার মতো ভয়াবহ নির্যাতনের শিকার হয়।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *