জ্যোতিষশাস্ত্র : রোগ নিরাময়ে রঙের প্রভাব সম্পর্কে জেনে নিন
Saturday, December 13

জ্যোতিষশাস্ত্র : রোগ নিরাময়ে রঙের প্রভাব সম্পর্কে জেনে নিন

জ্যোতিষশাস্ত্র মতে, রঙের একটা গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে আমাদের জীবনে। বিভিন্ন রোগ-ব্যাধির উপরেও রঙের প্রভাব অনেকখানি।

জ্যোতিষশাস্ত্র মতে, রঙের একটা গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে আমাদের জীবনে। জাতক বা জাতিকার জীবনে বাধা বিপত্তি কাটাতে বা উন্নতির পথ প্রসস্থ করতে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গ্রহরত্ন ধারণের ক্ষেত্রেও এই রং-ই বিবেচিত হয়। বিভিন্ন রোগ-ব্যাধির উপর রঙের প্রভাব অনেকখানি। আমাদের ভাগ্যের ভাল বা মন্দের প্রভাব রং দ্বারা অনেকটাই নিয়ন্ত্রিত হয়। আসুন এ বার বিভিন্ন রোগ-ব্যাধির উপর রঙের প্রভাব সম্পর্কে জেনে নেওয়া যাক…

বিভিন্ন রোগ-ব্যাধির উপর রঙের প্রভাব:

১) আকাশী নীল রং পেটের রোগ নিরাময়ে বিশেষ সহায়ক।

২) শরীরের শিথিল ভাব দূর করার ক্ষেত্রে সিঁদুরে রং অত্যন্ত কার্যকর। রক্তচাপের সমস্যা, সর্দি-কাশী, এবং গলার রোগ নিরাময়ে লাল রং বিশেষ সহায়ক।

৩) যে শিশুর স্মৃতি শক্তি দুর্বল, তাদের বুদ্ধির বিকাশের ক্ষেত্রে লাল বা গোলাপী রং অত্যন্ত কার্যকর।

৪) বাড়িতে যে ঘরে শিশুর থাকার ব্যবস্থা রয়েছে, ওই ঘরে লাল রং করা উচিত নয়।

৫) হলুদ রং স্নায়ু আর হৃদপিণ্ডকে নিয়ন্ত্রণ করে। তাই মস্তিষ্ককে সক্রিয় করতে, বুদ্ধির বিকাশে, উন্মাদনা, মানসিক দুর্বলতা প্রভৃতি সমস্যা থেকে মুক্তিতে হলুদ রং অত্যন্ত কার্যকরী।

৬) অনিদ্রা ও হাঁপানীর রোগীদের ক্ষেত্রে বেগুনি রঙের প্রভাব অত্যন্ত কার্যকর। এই রংটি বিভিন্ন শারীরিক ব্যথা বেদনা নিরাময়ে যেমন, আর্থারাইটিস বা গাঁটের বাতের ব্যথা নিরাময়ে সহায়ক। এ ছাড়াও, যে সব জায়গায় মশার প্রকোপ বেশি, সেখানে বেগুনী রং অত্যন্ত কার্যকর।

৭) সাদা রং পক্ষাঘাতগ্রস্ত রোগীদের আরোগ্যের ক্ষেত্রে বিশেষ সহায়ক।

৮) ফুসফুসের সমস্যায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করতে কমলা রঙের প্রভাব অত্যন্ত কার্যকরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *