আমি সিনেমাটি নিয়ে খুব আশাবাদী : তুষ্টি
একই সিনেমায় বাংলা ও ইংরেজি দুই ভাষাতে সংলাপ বলে বলে অভিনয় করলেন দর্শকপ্রিয় অভিনেত্রী শামীমা তুষ্টি। গাজী রাকায়েতের নির্দেশনায় সরকারী অনুদানের এ সিনেমার নাম ‘গোঢ়’। এরইমধ্যে সিনেমাটির কাজ শেষও করেছেন তুষ্টি। আবারো সরকারী অনুদানের সিনেমায় অভিনয় করে বেশ সন্তুষ্ট এ অভিনেত্রী।
এর আগে গোলাম রব্বানী বিপ্লবের নির্দেশনায় তুষ্টি সরকারী অনুদানের সিনেমা ‘স্বপ্নডানায়’তে অভিনয় করেন। ‘গোঢ়’ সিনেমায় এ অভিনেত্রী গাজী রাকায়েতের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেন। সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে তুষ্টিবলেন, এই সিনেমাতে সব অভিনয়শিল্পীকে বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই সংলাপ বলে বলে অভিনয় করতে হয়েছিলো। যে কারণে এই সিনেমাতে অভিনয় করাটা প্রত্যেক শিল্পীর জন্যই অনেক চ্যালেঞ্জিং ছিলো।
তবে আমরা প্রত্যেকেই যার যার চরিত্রে যথাযথ অভিনয় করার চেষ্টা করেছি। আমি সিনেমাটি নিয়ে খুব আশাবাদী। আর রাকায়েত ভাইতো নির্মাতা এবং অভিনেতা দুই পরিচয়েই সফল একজন মানুষ। এদিকে তুষ্টি এরইমধ্যে অসীমের নির্দেশনায় একটি বহুজাতিক কোম্পানীর মিল্কের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। গত বৃহস্পতিবার তিনি এই বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নেন। এর আগে তিনি একটি প্রতিষ্ঠানের তেলের তিনটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন।
এই তিনটি বিজ্ঞাপনও নির্মাণ করেছেন অসীম। অন্যদিকে তুষ্টি অভিনীত রুহুল আমিন পরিচালিত ‘হাছনরাজা’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এই সিনেমায় তিনি মিঠুন চক্রবর্তীর সঙ্গে অভিনয় করেছেন। অভিনয় জীবনে এটা তার অন্যতম একটি কাজ। তুষ্টি অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো হচ্ছে ‘লাল সবুজ’, ‘নন্দিত নরকে’, ‘স্বপ্নডানায়’। প্রসঙ্গত, তুষ্টি এরইমধ্যে বিটিভিতে চলতি মাসের শেষ শুক্রবার প্রচারের লক্ষ্যে শেষ করেছেন নাটক ‘ছায়া শিকারী’র কাজ।
১৯৯৪ সালের নাটকটি বিটিভিতে প্রথম প্রচার হয়েছিলো। সেলিম আল দীনের গল্পের এ নাটকটি আবারো ২৫ বছর পর নির্মাণ হলো। আর সে নাটকেই অভিনয় করার সুযোগ পেলেন তিনি। এছাড়াও তিনি নিয়মিত অভিনয় করছেন ‘পাগলের কারখানা’, ‘পাগলা হাওয়ায়’, ‘মায়া মসনদ’সহ আরো বেশ কটি ধারাবাহিক নাটকে। আর দূরন্ত টিভিতে আবারো শুরু হচ্ছে ‘টিরিগিরি টক্কা-সিজন টু’। এই নাটকেরও শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। শামীমা তুষ্টি নির্দেশিত দুটি নাটক হচ্ছে ‘পাল্টে যাওয়া উল্টো দিন’ এবং ‘যাবে আমার সাথে’। দুটি নাটকই প্রচারের পর নির্মাতা হিসেবেও বেশ সাড়া পান তিনি।
https://www.youtube.com/watch?v=AoO_iZhlnGs