Tuesday, December 24
Shadow

প্রভা ইন্দোনেশিয়া থেকে ফিরলেন ভিন্নরূপে

ছোট পর্দার জনপ্রিয় মডেল-অভিনেত্রী প্রভা। এই সময়ে টিভি নাটকে বেশ ব্যস্ত সময় পার করছেন। দেশে-বিদেশে নিয়মিত নাটক-টেলিছবিতে অভিনয় করছেন তিনি। তারই ধারাবাহিকতায় গতকাল ইন্দোনেশিয়া থেকে ফিরলেন পাঁচটি একক নাটকের শুটিং শেষ করে। নাটকগুলো নির্মাণ করেছেন সকাল আহমেদ ও রোমান রুনি।

সকাল আহমেদের নাটকগুলো হলো ‘আমার দেশের লাগি’, ‘বালি ও বেলা’, ‘ফিফটি মিলিয়নস’। রোমান রুনির ‘ফরটি মিনিট’ শিরোনামের নাটকটি ছাড়াও আরো একটি নাটকে দেখা যাবে এই অভিনেত্রীকে। প্রভাকে বৈচিত্র্যময় চরিত্রে এই নাটকগুলোতে উপস্থাপনা করা হয়েছে বলে জানান তিনি।

ইন্দোনেশিয়ার বালিসহ বিভিন্ন স্পটে প্রায় ১২ দিন এই নাটকগুলোর দৃশ্য ধারণ করা হয়। প্রভা ছাড়াও এই নাটকগুলোতে আরো দেখা যাবে সজল, স্বাগতা ও মুনতাসা মীমকে। ছোট পর্দার বাইরে একটি চলচ্চিত্রেও দেখা যাবে এই অভিনেত্রীকে। চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ফেরদৌসের সঙ্গে ‘রূপবতীর’র শিরোনামের একটি চলচ্চিত্রে জুটি বাঁধবেন তিনি। এটি নির্মাণ করবেন অঞ্জন আইচ। বিভিন্ন কারণে এখনো ছবিটির শুটিং শুরু করা সম্ভব হচ্ছে না বলে জানান নির্মাতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!