class="post-template-default single single-post postid-385 single-format-standard wp-custom-logo group-blog vl-boxed aa-prefix-matin-">
Shadow

জয়া আহসান হলেন জীবনানন্দের স্ত্রী

কবি জীবনানন্দ দাশ এর জীবন নিয়ে সিনেমা ‘ঝরা পালক’ এ কবির স্ত্রী লাবণ্য দাশের ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী জয়া আহসান ।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে জানা গেল, সায়ন্তন মুখার্জীর পরিচালনায় শুরু হয়েছে ‘ঝরা পালক’-এর দৃশ্যধারণ। এতে জীবনানন্দের বিভিন্ন বয়সের চরিত্রে দেখা যাবে ব্রাত্য বসু ও রাহুলকে।

সিনেমায় জীবনানন্দের স্ত্রী লাবণ্য দাশ হবেন প্রখ্যাত অভিনেত্রী জয়া আহসান ।

জয়া আহসান

কী বললেন জয়া আহসান

এ প্রসঙ্গে অভিনেত্রী জয়া বলেন, “ চরিত্রটা জটিল। স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে গ্রে এরিয়া ছিল। সেটাই দেখানোর চেষ্টা করছি। ভাল লাগছে কাজটা।’’

জীবনানন্দের কবিতা মানেই সবার প্রথমে মনে আসবে ‘বনলতা সেন’-এর কথা। তবে ‘ঝরা পালক’-এ এমন কোনো চরিত্র নেই।

এ প্রসঙ্গে জয়া বলেন, “মাঝে মাঝে মনে হয় লাবণ্যই বনলতা। তবে এ কথা নিশ্চিত ভাবে বলতে পারি, জীবনানন্দের কাজে লাবণ্যর ভূমিকা অবশ্যই রয়েছে।’’

কবির বিভিন্ন লেখা পড়ে ও গবেষণা করে ‘ঝরা পালক’-এর চিত্রনাট্য তৈরি করেছেন পরিচালক নিজেই।

ছবির বেশির ভাগ শুটিং কলকাতাতে হলেও কবির জন্মস্থান বরিশালেও কিছু অংশের শুটিং হওয়ার কথা রয়েছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!