‘বিষের ধোঁয়ায়’ অচেনা প্রিয়াঙ্কাকে দেখুন ‘ব্যোমকেশ গোত্র’-এ - Mati News
Friday, December 5

‘বিষের ধোঁয়ায়’ অচেনা প্রিয়াঙ্কাকে দেখুন ‘ব্যোমকেশ গোত্র’-এ

পরিচালক অরিন্দম শীল দিন কয়েক আগেই আনন্দবাজার ডিজিটালকে একান্ত সাক্ষাত্কারে জানিয়েছিলেন, তাঁর আসন্ন ছবি ‘ব্যোমকেশ গোত্র’তে মিউজিকের দায়িত্বে থাকা বিক্রম ঘোষ নাকি ম্যাজিক করেছেন। এ ছবির প্রথম গান ‘বিষের ধোঁয়ায়’ মুক্তি পাবার পর সে কথা যে ঠিক, তা মেনে নিচ্ছেন দর্শকদের একটা বড় অংশ।

বিক্রমের কম্পোজিশনে গানটি গেয়েছেন উজ্জ্বয়িনী মুখোপাধ্যায়। ভিডিয়োতে দেখা যাচ্ছে প্রিয়াঙ্কা সরকারের নাচ। আর তা যেন ফিরিয়ে এনেছে ‘রক অ্যান্ড রোল’-এর স্মৃতি।

শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘রক্তের দাগ’ গল্প অবলম্বনে এই ছবি ফ্রেমবন্দি করেছেন অরিন্দম। প্রায় বছর খানেকের প্রস্তুতি নিয়েছেন তিনি। প্রতিটি চরিত্রের ব্যাকগ্রাউন্ড তৈরি করেছেন যত্ন নিয়ে। ব্যোমকেশের ভূমিকায় আবির চট্টোপাধ্যায়। সত্যবতীর চরিত্রে সোহিনী সরকার। অজিতের ভূমিকায় এই প্রথমবার অরিন্দমের ছবিতে অভিনয় করেছেন রাহুল বন্দ্যোপাধ্যায়। এ ছাড়াও অঞ্জন দত্ত, অর্জুন চক্রবর্তী, ইন্দ্রাশিস রায়, অনিন্দিতা বসু, বৈশাখী মার্জিত, সৌরসেনী মৈত্রের মতো শিল্পীর অভিনয়ে সমৃদ্ধ এই ছবি। মুক্তি পাবে আগামী ১২ অক্টোবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *