Thursday, May 16
Shadow

বেঙ্গল বইয়ে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান, আছে লোকগান ও মহুয়ার পালা

বেঙ্গল বইয়ে দুদিনের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আজকের আয়োজন ছিল পালা গান। অনুষ্ঠানে লোকগান ও মহুয়ার পালা পরিবেশন করেন ইসলাম উদ্দিন বয়াতী এবং মিলন বয়াতী ও তাঁদের দল।

বেঙ্গল বই সাংস্কৃতিক

বেঙ্গল বই

বেঙ্গল বই এর দোতলা ও তিনতলাজুড়ে আছে দেশি-বিদেশি বই। নিচতলায় সব শ্রেণির পাঠকের জন্য আছে পুরনো বই ও ম্যাগাজিন, সঙ্গে চা। দোতলায় নিভৃতে বসে বই পড়ার জন্য রয়েছে আধুনিক ক্যাফে। বারান্দায় বসে কফি খেতে খেতে গল্প করা যাবে।

প্রবীণদের জন্য রয়েছে বইয়ে বিশেষ ছাড় এবং বাগানে বসে আড্ডা দেওয়ার পরিবেশ।ভবনের তিনতলার প্রায় পুরোটাই শিশুদের জন্য। শিশুবান্ধব পরিবেশে বইপড়া ছাড়াও গল্পবলা, আবৃত্তি, ছবি দেখা ও আঁকাআঁকির মধ্য দিয়ে শিশুদের স্বপ্ন ও কল্পনার জগৎ লালিত হবে এ প্রত্যাশা আমাদের। এখানে বইয়ের পাশাপাশি থাকছে লেখাপড়ায় সহায়ক নানা আকর্ষণীয় সামগ্রী।

বেঙ্গল বই-এ নিয়মিত পাঠচক্র, কবিতা পাঠের আসর, নতুন লেখা ও লেখকের সঙ্গে পরিচিতিমূলক সভা, প্রকাশনা উৎসব, চিত্র ও চলচ্চিত্র প্রদর্শনীসহ নানা আয়োজন থাকছে। ছুটির দিনগুলোয় প্রিয়জনদের নিয়ে বাগানে বসে চলতে পারে আড্ডা।

ঠিকানাঃ
বেঙ্গলবই ১/৩ লালমাটিয়া, ব্লক-ডি, ঢাকা ১২০৯
যোগাযোগ ০১৮৪৪ ০৫০৬৭৬

 

আগামীকালের অনুষ্ঠানসূচীঃ
সারগীত বাদন ও সমবেত বাদন

সন্ধ্যা ৫:৩০
সারগীত পরিবেশন করবেন মো. নাসির উদ্দিন। তার সাথে তবলায় সঙ্গত করবেন মো. সাখাওয়াত হোসেন।

সন্ধ্যা ৬.৩০টা
তবলা, বেহালা ও বাঁশির সমবেত বাদন পরিবেশন করবেন সবুজ আহমেদ, শান্ত আহমেদ ও কামরুল আহমেদ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!

error: Content is protected !!