আবারো আইটেম গানে মাহি - Mati News
Friday, December 5

আবারো আইটেম গানে মাহি

মাহি mahia mahi

 

আবারো আইটেম গানে মাহি

‘অগ্নি’, ‘অগ্নি ২’, ‘দবির সাহেবের সংসার’, ‘মনে রেখো’—এসব ছবির আইটেম গানে পারফর্ম করে সাড়া ফেলেছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি । ‘ম্যাজিক মামণি’ আইটেম গানটি ছিল মাহির সব চেয়ে আলোচিত গান।

এরপর কয়েকমাস আগে ‘অন্ধকার জগৎ’ ছবির একটি গানে পারফর্ম করে প্রশংসা পান তিনি। এবার ‘অবতার’ ছবিতে আইটেম গানে উত্তাপ ছড়াতে চলেছেন মাহি।

ছবিটির এই গানটির নাম ‘রঙিলা বেবি’। সম্প্রতি এফডিসির চার নম্বর ফ্লোরে আইটেম গানটির শুটিংয়ে অংশ নেন মাহি। গানটি গল্পেরই একটি অংশ বলে জানিয়েছেন ‘অবতার’ পরিচালক মাহমুদ হাসান শিকদার।

মাহিয়া মাহি
মাহিয়া মাহি
মাহি
মাহি

দেশীয়ভাবে সেরা আয়োজনে গানটি চিত্রায়িত হয়েছে। ‘রঙিলা বেবি’ আইটেম গানের কোরিওগ্রাফি করছেন রোহান বিল্লাল। এ গানের কথা লিখেছেন তারেক তুহিন। সুর-সংগীত করেছেন আহমেদ হুমায়ূন এবং গানে কণ্ঠ দিয়েছেন ঐশী।

সংসার ভাঙল লাক্স তারকা চৈতির

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *