Monday, December 23
Shadow

‘সমকামী’ সোনম কপুর , মাথায় হাত ভক্তদের

সোনম কাপুর

শিরোনামে কোনও ভুল নেই৷ এটাই সোনম কাপুরের সত্যি৷ তিনি সমকামী৷ এ কথা নিজেই স্বীকার করেছেন নায়িকা৷ এই সত্যিটা যদিও তাঁর জীবনের নয়, স্যুইটির জীবনের সত্যি৷

স্যুইটি এক টিপিক্যাল পঞ্জাবী পরিবারের মেয়ে৷ কনজার্ভেটিভ মা-বাবার ছায়ায় বড়ো হয়ে ওঠা স্যুইটির৷ স্বাভাবিক ভাবেই নিজের জীবনের এই বড়ো সত্যিটা লুকিয়ে রেখেছিল সে এতদিন৷ এবার সময় এসেছে নিজের সত্যিটা সকলের সামনে বলার৷

কথা হচ্ছে সোনম কাপুর নতুন ছবি ‘এক লড়কি কো দেখা তো এইসা লগা’৷ পয়লা ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে ছবিটি৷ ফিল্মটির ট্যাগলাইন ছিল, “দি মোস্ট আনএক্সপেক্টেড রোম্যান্স অব দ্য ইয়ার”৷

সত্যিই আনএক্সপেক্টেড৷ সোনমের এই ছবিতে লেজবিয়ানের ভূমিকায় অভিনয় করেছেন৷ স্যুইটির সত্যি এতদিন চাপা থাকলেও একটা সময় এলো যখন তার বিয়ের জন্য পরিবারের সকলে প্রস্তুতি নেওয়া শুরু করল৷

 

সেই সময় স্যুইটি নিজের সমকামীতার ব্যাপারে পরিবারের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নেয়৷ ফিল্মটির ট্রেলার মুক্তি পেতেই ছবির স্ক্রিপ্টের প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা৷ তাদের মতে, অনেকদিন পর বলিউডে অন্য ধরণের ছবি হচ্ছে৷

সোনমের বাবার ভূমিকায় রয়েছেন খোদ অনিল কাপুর৷ এছাড়া ছবিতে অভিনয় করেছেন, রাজকুমার রাও, জুহি চাওলা, ব্রিজেন্দ্র কালা, রেজিনা ক্যাসান্দ্রা সহ অনেকে৷শেলি চোপড়া ধরের দায়িত্বে রয়েছে ছবির পরিচালনা৷

 

জন্মদিনের পার্টিতে কাছাকাছি সালমান-ক্যাটরিনা!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!