Friday, May 3
Shadow

আপনার মানসিক চরিত্র সম্পর্কে বলে দিতে পারে এই ছবিটি

মানসিকঅনেক মনোরোগ বিশেষজ্ঞ বা মনোবিজ্ঞানীদের মতে, এক ব্যক্তির চারিত্রিক প্রকৃতি তাঁর অবচেতন মনের প্রকৃতির উপর অনেকটাই নির্ভর করে। আমরা যে বিষয়গুলি নিয়ে সচেতন অবস্থায় ভাবি না বা আলোচনা করি না, সেই বিষয়গুলিও এই অবচেতন মনে অত্যন্ত যত্নে সংরক্ষিত থাকে। আমাদের দৈনন্দিন জীবন শধুমাত্র আমাদের সজাগ, সচেতন মন, উপস্থিত বুদ্ধি, বুদ্ধিমত্তা বা সহজাত প্রবৃত্তি দ্বারা নিয়ন্ত্রিত হয় না। বেশ কিছু ক্ষেত্রে তা নিয়ন্ত্রণ করে আমাদের সাবকনসাস মাইন্ড বা অবচেতন মন। মনোবিজ্ঞানীদের মতে, এই অবচেতন মনের মানসিক গতিবিধি বোঝা বেশ শক্ত। আর অবচেতন মনের চরিত্র বুঝতে তাকে সজাগ করে তোলা অত্যন্ত জরুরি। আর এই কাজে অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টি ভ্রম সৃষ্টিকারি বস্তু বা ছবি অত্যন্ত কার্যকরী। এই ছবিটি এমনই একটি অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টি ভ্রম সৃষ্টিকারি ছবি, যা থেকে জেনে নেওয়া সম্ভব আপনার মানসিক চরিত্র সম্পর্কে।

বাঘ:- যাঁরা ছবিতে প্রথমে বাঘ দেখেছেন মনোবিজ্ঞানীদের মতে, তাঁরা মানসিক ভাবে বদমেজাজী ও উচ্চাভিলাষী প্রকৃতির মানুষ। এরা জীবনে বড় সাফল্য পেয়ে থাকেন। এদের বেপরোয়া স্বভাব মাঝে মধ্যেই বিপদ ডেকে আনতে পারে। এদের ইচ্ছাশক্তি প্রবল হয়।

ঈগল:- যাঁরা ছবিতে প্রথমে ঈগল দেখেছেন মনোবিজ্ঞানীদের মতে, তাঁরা মানসিক ভাবে উচ্চাভিলাষী, উদার, পরপোকারী এবং আত্মবিশ্বাসী প্রকৃতির হয়ে থাকেন। সমাজে এরা খুবই সম্মানীয় ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেন। এদের আন্তরিকতায় অচেনা মানুষও প্রথম সাক্ষাতে তৃপ্তিলাভ করেন।

কুকুর:- যাঁরা ছবিতে প্রথমে কুকুর দেখেছেন মনোবিজ্ঞানীদের মতে, তাঁরা বুদ্ধিমান, অনুগত, আন্তরিক, বিশ্বস্ত, বিচক্ষণ প্রকৃতির মানুষ। এদের বিচার করার ক্ষমতা অসাধারণ যা তাদের ব্যক্তিগত এবং পেশাদার জীবনেও প্রভাব ফেলে।

হাতি:- যাঁরা এই ছবিটিতে প্রথমে হাতি দেখেছেন মনোবিজ্ঞানীদের মতে, তাঁরা খুবই জ্ঞানী, ধৈর্য্যবান, উদার, পরপোকারী, বিচক্ষণ মানসিক প্রকৃতির মানুষ। এদের কাছে পরিবার খুবই গুরুত্বপুর্ণ। এরা উচ্চাভিলাষী প্রকৃতির নন, অল্পতেই সন্তুষ্ট থাকেন। এদের বিচক্ষণতা, বিবেচনাবোধ এদের সাফল্যের চাবিকাঠি। সমাজে এরা খুবই সম্মানীয় ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেন।

কাঠ বেড়ালি:- যাঁরা ছবিতে প্রথমে কাঠ বেড়ালি দেখেছেন মনোরোগ বিশেষজ্ঞ বা মনোবিজ্ঞানীদের মতে, তাঁরা খুবই বুদ্ধিমান, দূরদৃষ্টি সম্পন্ন, সচেতন, নিষ্ঠাবান, সদা সক্রিয়, আত্মবিশ্বাসী প্রকৃতির হয়ে থাকেন। সমাজে এরা খুবই জনপ্রিয়। এদের অদম্য উৎসাহ আর শক্তিই এদের সাফল্যের চাবিকাঠি।

ব্যাঙ:- যাঁরা এই ছবিটিতে প্রথমে হাতি দেখেছেন মনোবিজ্ঞানীদের মতে, তাঁরা শান্ত, ধৈর্য্যবান, বুদ্ধিমান, দূরদৃষ্টি সম্পন্ন, মনোযোগী এবং বিচক্ষণ প্রকৃতির মানুষ। এরা খুব দ্রুত বিপদ আঁচ করতে পারেন এবং যথা সময়ে বিপদের মৌকাবিলায় উপযুক্ত ব্যবস্থা নিতে সক্ষম। এদের বিচক্ষণ বিচার-বিশ্লেষণ আর ধৈর্য্য সাফল্য নিয়ে আসে।

মাছ:- যাঁরা ছবিতে প্রথমে মাছ দেখেছেন মনোরোগ বিশেষজ্ঞ বা মনোবিজ্ঞানীদের মতে, তাঁরা অত্যন্ত সুচতুর, বিচক্ষণ, সচেতন, সদা সক্রিয়, অস্থিরচিত্ত এবং খুব রহস্যময় প্রকৃতির মানুষ। এদের মনে কী চলছে, তা বাইরে থেকে বোঝা সম্ভব নয়। গোপনীয়তা রক্ষায় এরা অত্যন্ত বিশ্বস্ত। সমাজে এরা খুবই জনপ্রিয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!

error: Content is protected !!