গরমের এই সময়ে সবচেয়ে বেশি দুর্ভোগে থাকে শিশুরা৷ এতে পোশাক আরামদায়ক না হলে অস্বস্তিতে ভোগে তারা৷গরমে শিশুর পোশাকে আরামের বিষয়টি মাথায় রেখে দেশীয় বুটিক হাউসগুলোয় এখন বয়সভেদে নানা ধরনের পোশাকের আয়োজন দেখা যায়৷
শূন্য থেকে দুই বছর বয়সীদের জন্য: এক দিনের নবজাতক থেকে ছয় মাস বয়সী শিশুদের গরমে পোশাকে সবার আগে আরামের বিষয়টি প্রাধান্য দিতে হবে৷ এ ক্ষেত্রে সুতি কাপড়ের কোনো বিকল্প নেই বলে জানালেন নকশাবিদেরা৷ গরমের বিষয়টি মাথায় রেখে নবজাতকদের জন্য বৈচিত্র্যময় নকশার সুতি পোশাক দেখা গেল বুটিক হাউসগুলোতে। ছেলে বা মেয়ের পোশাকে কাটছাঁটে তেমন একটা পার্থক্য নেই৷ বেশির ভাগ দোকানেই শিশুদের জন্য থাকছে এক ছাঁটের নিমা৷ কাপড়ের মধ্যে বেক্সি ফেব্রিকসের ব্যবহার বেশি৷ প্রিন্টের মধ্যে চেক ও ফ্লোরাল এবং নকশার ক্ষেত্রে হাতের কাজেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে৷
তিন থেকে আট বছর বয়সীদের জন্য: এই বয়সী মেয়েশিশুদের জন্য ফ্রক বা টপ এবার বেশি চলছে। গলার নকশায় থাকছে বৈচিত্র্য৷ জামার ওপর থাকছে আলাদাভাবে বসানো রাউন্ড কলার৷ প্রিন্টের মধ্যে চেকের প্রাধান্যই বেশি দেখা যাচ্ছে এবার। আবার একরঙা দেশি তাঁতের কাপড়ের ওপর থাকবে নানা ধরনের পশুপাখির মোটিফ৷ এই বয়সী শিশুরা যা পরে, তা-ই তাদের মানিয়ে যায়৷ তাই নকশাবিদেরা ফ্রক নিয়ে খানিকটা ঘাঁটাঘাঁটি করেছেন। এই মৌসুমে ফ্রকের সামনের দিকের ঝুল হাঁটু পর্যন্ত থাকলে পেছনের ঝুল নেমে গেছে পা পর্যন্ত৷ এক ছাঁটের টপগুলোয় ডান দিকে বেশি ঝুলে গেলে বাঁ দিকটা থাকছে ওপরের দিকে৷ হাতার ক্ষেত্রে স্লিভলেস, ম্যাগি আর ক্যাপ স্টাইল এবারও জনপ্রিয়৷
ছেলেদের জন্য নানা ধরনের টি-শার্টের পাশাপাশি আছে শর্ট শার্টের বাহারি কালেকশন৷
৯ থেকে ১৩ বছর বয়সীদের জন্য: দেশি আর পাশ্চাত্য দুই ঘরানার সমন্বয়ে ফিউশনধর্মী গরমে পোশাকের আয়োজন থাকছে এই বয়সী শিশুদের জন্য৷ এই বয়সী শিশুদের ঘরের বাইরে যেতে হয় বেশি৷ এ জন্য পোশাকের নকশায় বৈচিত্র্য বেশি৷ ছেলেমেয়ে সবার জন্য এই সময় ফতুয়া বা শার্টই বেশি আরামদায়ক বলে জানালেন বিক্রেতারা৷
মেয়েদের ফতুয়ার কাটে থাকছে ফ্রকের ছাঁট৷ ফতুয়া বা শার্টের সঙ্গে মেয়েদের জন্য দেখা গেল নানা ধরনের স্কার্ট, পালাজ্জো আর সালোয়ারের আয়োজন৷ পালাজ্জো আর সালোয়ারের ক্ষেত্রে লিনেন কাপড়ের পাশাপাশি এবার থাকছে গামছা প্রিন্টের ব্যবহার৷ নতুনত্ব দেখা গেল কাটছাঁটে৷ সালোয়ারের বা পালাজ্জোর ঘের তো বেশি আছেই, তার ওপর নানা লেয়ারে জুড়ে দেওয়া হচ্ছে কাপড়ের নকশা৷ ছেলেদের পোশাকে তেমন বৈচিত্র্য না থাকলেও শার্ট আর ফতুয়ার সমন্বয়ে একধরনের বিশেষ পোশাক থাকছে বুটিকগুলোর আয়োজনে৷