Monday, December 23
Shadow

জেনে নিন এ সপ্তাহের রাশিফল

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬

মেষ নারী-পুরুষ রাশিগতভাবেই ভ্রমণপিপাসু। সুযোগ পেলেই এঁরা ভ্রমণে বেরিয়ে পড়েন। চলতি সপ্তাহে মেষ জাতক-জাতিকার সামনে ভ্রমণের সুযোগ আসবে। প্রস্তুত থাকুন।

বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১

বৃষ বিখ্যাত তাঁর সৌন্দর্যপ্রিয়তা ও সুরুচির জন্য। সমাজের কাছে তাঁর এই গুণগুলো যেন একটা প্রতীক। প্রিয় বৃষ, এ সপ্তাহে এই কথাগুলো মনে রাখবেন।

মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬

অতিরিক্ত চুপ হয়ে থাকবেন না। কথা বলুন। নিজের মনের কথা অন্যকে জানতে দিন। তাহলেই আপনার সপ্তাহটা ভালো কাটবে। কল্যাণ হোক।

কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২

প্রতিযোগিতায় অন্যকে হারানো আপনার জন্য সহজ। তবে, চলতি সপ্তাহে আপনি নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। অন্যকে হারানো…সে তো আপনি পারবেনই।

সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১

সাধারণভাবে বলতে গেলে সিংহ নারী-পুরুষের জন্য সপ্তাহটি খুবই সফল হওয়ার কথা। মনের শক্তি অটুট রেখে কাজে নামুন। আপনি পারবেন না কেন, অবশ্যই পারবেন। আপনার চলার পথে আমাদের শুভ ইচ্ছা রইল।

কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২

চলতি সপ্তাহে আপনার মনে একটু দ্বিধা-দ্বন্দ্ব দেখা দিতে পারে। এগুলো কাটিয়ে উঠুন, তাহলেই আপনার সপ্তাহ সফল হবে। চিন্তার কিছু নেই।

তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২

অশান্তিকে সরিয়ে দিয়ে মনের প্রশান্তি বজায় রাখুন। শান্তি লাভের মতো অনেক কিছুই এ সপ্তাহে ঘটবে।

বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২

আপনার মুখে হাসি দেখলে অন্যরাও খুশি হয়। অন্তত এই কথাটুকু মনে রেখে চলতি সপ্তাহটি হাসিমুখে কাটিয়ে দিন। অন্যরা খুশি মনে থাকলে সেটা আপনাকেও আনন্দ দেবে।

ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯

এ সপ্তাহে আপনার মানসিক শক্তির বিকাশ ঘটবে। আপনি নিজে জাগবেন, অন্যকেও জাগাবেন। এটা হবে আপনার একটা মহান কাজ। কল্যাণ হোক!

মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩

আমি যত দূর দেখি, চলতি সপ্তাহটি মকরের জন্য একটি অত্যন্ত শুভ সপ্তাহ। মনের মধ্যে কোনো দুর্বলতা জমতে দেবেন না। তাহলেই হবে।

কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯

চলতি সপ্তাহে আপনার মনটা একটু খারাপ থাকতে পারে। এটাকে বেশি পাত্তা দেবেন না। মন খারাপকে পাত্তা দিলেই সেটা আরও বেশি পেয়ে বসে। শুভ চাই আপনার।

মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩

নিজের মনকে বিকশিত করুন। সেই সঙ্গে অন্যকেও জাগিয়ে তুলুন। এখানেই মহান মীন রাশির জয়। শুভ হোক!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!