নাক দিয়ে রক্ত পড়ার কারণ এ এক বা উভয় নাকের ছিদ্র থেকে রক্ত প্রবাহিত হতে পারে। নাক দিয়ে রক্ত পড়ার নাম এপিস্ট্যাক্সিস।
এটি ভারী বা হালকা হতে পারে এবং কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট বা তার বেশি স্থায়ী হতে পারে।
- বেশিরভাগ সময় সামনের অংশে হয়, নাকের ছিদ্রের সবচেয়ে কাছাকাছি, যাকে অগ্রবর্তী নাকের রক্তপাত বলে। কৈশিক নালী বা নাকের ঠিক ভিতরে ত্বকের পৃষ্ঠের কাছাকাছি ছোট রক্তনালীগুলি ভেঙে যেতে পারে এবং রক্তপাত হতে পারে।
- নাকের গভীরতম অংশে ঘটে যাওয়া পশ্চাৎ নাক থেকে রক্তপাত অনেক কম সাধারণ এবং সাধারণত বয়স্ক প্রাপ্তবয়স্কদের মাঝে দেখা যায়। যাদের উচ্চ রক্তচাপ আছে বা যারা নাকে ট্রমা অনুভব করেছেন তাদেরও নাকের পিছনের দিকে রক্তপাত হতে পারে।
- এই নাক থেকে রক্ত পড়া একইসাথে সাধারণ ঘটনা আবার খুব বিপদজনক ইঙ্গিতও হতে পারে। তাই, এর কারণ এবং করনীয় জেনে নেওয়া গুরুত্বপূর্ণ। চলুন প্রথমে জেনে নেয়া যাক ঠিক কী কী সম্ভাব্য কারনে নাক থেকে রক্ত পড়তে পারে?
5 Easy Weight Loss Tips
নাক দিয়ে রক্ত পড়ার কারণ
আমাদের নাকের আস্তরণে অনেকগুলি ক্ষুদ্র রক্তনালী রয়েছে যা পৃষ্ঠের খুব কাছাকাছি থাকে এবং সহজেই আঘাতপ্রাপ্ত হতে পারে। নাক থেকে বিভিন্ন কারণেই রক্তপাত হতে পারে তবে সবথেকে বেশি যে কারণে হয় তা হচ্ছে শুষ্ক আবহাওয়া এবং কম আদ্রতাযুক্ত জলবায়ুতে থাকা। এছাড়াও যেসব কারণ রয়েছে তা হচ্ছে –
- এলার্জি
- উচ্চতা
- আঘাত
- ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া
- তীব্র সাইনোসাইটিস
- রক্তপাতের ব্যাধি, যেমন হিমোফিলিয়া
- মাদকের ব্যাবহার
- সাধারণ সর্দি
- এনিমিয়া
এগুলো হচ্ছে সাধারণ কারণ যা সচারাচর নাক থেকে রক্তপাতের পেছনে দায়ী থাকে এছাড়াও নাক দিয়ে রক্ত পড়ার কারণ আরও রয়েছে যা খুব বেশি পরিচিত নয় এবং কমই দেখা যায়। এরকম কিছু কারণ হচ্ছে –
- অ্যালকোহল ব্যবহার
- বংশগত হেমোরেজিক
- টেলাঞ্জিয়েক্টাসিয়া
- ইমিউন থ্রম্বোসাইটোপেনিয়া (আইটিপি)
- লিউকেমিয়া
- নাক এবং প্যারানাসাল টিউমার
- অনুনাসিক পলিপ
- নাকের সার্জারি
অনেক সময় উচ্চ রক্তচাপের কারনেও নাকের অভ্যন্তরে আঘাতপ্রাপ্ত হয়ে প্রচুর রক্তপাত ঘটতে পারে। এখানে উল্লেখিত কারণগুলোই মোটামুটি নাক থেকে রক্তপাতের পেছনে প্রধানত দায়ী থাকে এর বাইরে তেমন কিছুই নেই। তাই, প্রাথমিক চিকিৎসায় এ কারণ গুলোর দিকে বিশেষভাবে লক্ষপাত করতে হবে।
নাক দিয়ে রক্ত পড়া বন্ধ করবো কীভাবে ?
নাক থেকে রক্ত পড়া সাধারণত গুরুতর হয় না তাই আপনি সাধারণভাবে বাড়িতে বসেই এর চিকিৎসা করতে পারবেন। এক্ষেত্রে রক্তপাত বন্ধে করণীয় হচ্ছে –
- উত্তেজিত না হয়ে শান্ত থাকার চেষ্টা করুন। বেশি উত্তেজনার কারণে রক্তপাত বাড়তে পারে।
- শুয়ে বসে না থেকে কিছুটা সামনের দিকে ঝুঁকে থাকুন।
- মুখ দিয়ে শ্বাস নেওয়ার চেষ্টা করুন এবং নাকের ছিদ্র ৫ থেকে ১০ মিনিটের জন্য বন্ধ রাখুন। এতে তর্জনী ব্যবহার করুন। এ পদ্ধতিটি আপনার নাকের রক্ত পড়ার অংশে চাপ দেবে এবং রক্তপাত বন্ধ করবে।
- একবার রক্তপাত বন্ধ হয়ে গেলে, আপনার নাক স্পর্শ করবেন না বা ফুঁ দেবেন না। এতে আবার রক্তপাত শুরু হতে পারে।
- নাক থেকে রক্তপাত হওয়ার অন্তত ৪৮ ঘন্টা পর্যন্ত যেকোনো ভারি কাজ থেকে বিরত থাকুন।
- নাকের রক্তনালীগুলিকে সংকুচিত করতে নাকের ওপর একটি কাপড় দিয়ে ঢেকে বরফের প্যাক রাখতে পারেন। এতে রক্তপাত কমবে। আবার ব্যথাও কমে আসবে।
- উভয় নাকের দুটো ফুটোয় অক্সিমেটাজোলিন (আফরিন, মিউসিনেক্স বা ভিক্স সাইনেক্স) এর মতো ডিকনজেস্ট্যান্ট স্প্রে করতে পারেন। তারপর নাকের ছিদ্র বন্ধ করুন এবং ৫ থেকে ১০ মিনিটের জন্য মুখ দিয়ে শ্বাস নিন। এতেও নাক দিয়ে রক্ত পড়া বন্ধ হতে পারে।
এভাবে ঘরোয়াভাবে নাক থেকে রক্তপাত বন্ধ করতে পারেন কিন্তু বিশেষ কিছু ঘটনায় অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
নাক দিয়ে রক্ত পড়ার কারণ : কখন ডাক্তার দেখাতে হবে?
- রক্ত পাতলা করার ওষুধ (অ্যান্টিকোয়াগুল্যান্ট) যেমন ওয়ারফারিন সেবন করে থাকলে।
- যদি হিমোফিলিয়া থাকে।
- রক্তস্বল্পতার লক্ষণ থাকলে।
- দুই বছরের কম বয়সী শিশুর নাক দিয়ে রক্ত পড়লে।
- ঘরোয়া পদ্ধতিতে রক্তপাত বন্ধ না হলে।
- রক্তপাত ২০ মিনিটের বেশি সময় হলে।
- অনেক বেশি রক্ত পড়তে থাকলে।
- শ্বাস নিতে কষ্ট হলে।
- বমিভাব হলে।
- কোনো দুর্ঘটনার কারণে রক্তপাত হলে।
- প্রায়শই রক্তপাত হলে।
নাক দিয়ে রক্ত পড়ার কারণ গুলো দেখা দিলে অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে যাওয়ার চেষ্টা করবেন এবং সঠিক চিকিৎসা গ্রহণ করবেন।
নাক দিয়ে রক্ত পড়া প্রতিরোধ করবেন কীভাবে
নাক থেকে একেবারেই রক্ত পড়া বন্ধ হয়তো আপনি করতে পারবেন না। তবে চাইলেই এর আশঙ্কা কমাতে পারবেন।
- নাকের ভেতরটা সবসময় আর্দ্র রাখুন। শুষ্কতার কারণে নাক দিয়ে রক্ত পড়তে পারে।
- কটনবাড দিয়ে আলতো করে নাকের অভ্যন্তরে পেট্রোলিয়াম জেলি লাগাতে পারেন।
- ব্যাসিট্রাসিন বা পলিস্পোরিনের মতো অ্যান্টিবায়োটিক মলম ব্যবহার করতে পারেন।
- নাকের স্যালাইন ব্যবহার করতে পারেন।
- একটি হিউমিডিফায়ার ব্যবহার করুন যদি আপনি অতিরিক্ত শুষ্ক আবহাওয়ার পরিবেশে থেকে থাকেন।
- ধূমপান থেকে বিরত থাকুন।
- নাক খুব শক্তভাবে ঘষবেন না এবং নাক তোলা থেকে বিরত থাকুন।
- ঘন ঘন ঠান্ডা এবং অ্যালার্জির ওষুধ ব্যবহার করবেন না। এগুলোর কারণে আপনার নাক শুকিয়ে যেতে পারে।
- আপনার নাক বা মাথায় আঘাত পেতে পারেন এমন কার্যকলাপের সময় একটি হেড গার্ড ব্যবহার করুন।
নাক দিয়ে রক্ত পড়ার কারণ নিয়ে লিখেছেন সায়মা তাসনিম।