মস্তিষ্কে ক্যান্সারের সংখ্যা বেড়েই চলেছে। জেনে শুনে যেমন বসে থাকা যায় না, তেমনি কি লক্ষণ দেখে বুঝবেন যে ব্রেইন-ক্যান্সার হয়েছে। এসব জানা না থাকলে আপনি কোন সিদ্ধান্তেই আসতে পারবেন না। কি করবেন আর কি করা দরকার।
চলুন মস্তিষ্কে ক্যান্সারের লক্ষণগুলো জেনে নিই-
মস্তিষ্কে ক্যান্সারের কারণ
মস্তিষ্কে ক্যান্সারের সঠিক কোন কারণ এখনো বের করা সম্ভব হয় নি। তবে নিচের কাজগুলোর কারণে এই সমস্যা হতে পারে-
মাথা রাসায়নিক কেমিকাল বা তেজস্ক্রিয়তার সংস্পর্শে আসা
বংশগত কারণে
এইচআইভি/এইডস (HIV) ইনফেকশন থেকে
ধূমপান
দীর্ঘদিন ধরে পরিবেশ দূষণ করে এমন রাসায়নিক পদার্থের সংস্পর্শে থাকা
ব্রেইন ক্যান্সার হওয়ার পূর্বলক্ষণ- এই রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে চিকিৎসকেরা নিম্নলিখিত লক্ষণগুলি দেখতে পান-
প্রচণ্ড মাথা ব্যথা হবে।
শরীর দুর্বল হয়ে পড়বে।
ক্ষুধামন্দা বা খাওয়ার চাহিদা বা ইচ্ছা কমে যাবে।
খিঁচুনি হতে পারে।
শরীরে অবসাদের সৃষ্টি হবে।
কথা বলতে সমস্যা হবে।
ঠিকমতো কথা বলতে পারবে না। উচ্চারণ অস্পষ্ট হয়ে যাবে।
হাত-পা ঠিকমতো কাজ করবে না।
চোখে দেখতে সমস্যা হবে।
স্মৃতিশক্তি কমে যাবে। কথা বা কাজ মনে থাকবে না। এমনকি আপনজনদের নামও ভুলে যেতে পারে।