Monday, December 23
Shadow

রাশিফলে জেনে নিন কেমন যাবে আজকের দিনটি

ধনু (23 Nov – 21 Dec)
রাশিফল : অসুস্থ পিতার শারীরিক অবস্থার উন্নতি হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে। সাংগঠনিক কাজে সুফল পাবেন।

মকর  রাশিফল

(22 Dec – 20 Jan)
সামাজিক অগ্রগতি অব্যাহত থাকতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে।

কুম্ভ রাশিফল (22 Jan – 18 Feb)
পরধন প্রাপ্তির সম্ভাবনা আছে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। মন ভালো থাকতে পারে। কোনো সেলাকের পরামর্শে উপকৃত হতে পারেন। পেশাগত দিক ভালো যাবে।

মীন রাশিফল (19 Feb – 20 Mar)
জ্ঞাতি শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। আপনার নামে কোনো অপবাদ রটার আশঙ্কা আছে। সামাজিক সংকট এড়িয়ে চলার চেষ্টা করুন। রিপুকে সংযত রাখুন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলার চেষ্টা করুন।

মেষ রাশিফল (21Mar – 20 Apr)
ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে। পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো যাবে। ব্যাবসায়িক দিক ভালো যেতে পারে। কোনো ব্যাপারে বিবাদে জড়ানো ঠিক হবে না।

বৃষ (21 Apr – 20 May)
পড়াশোনায় মন বসাতে চেষ্টা করুন। কর্মপরিবেশ অনুকূল নাও থাকতে পারে। কর্মস্থলে কোনো ঝামেলা হতে পারে। শরীর ভালো যাবে না। আহারে-বিহারে সতর্ক থাকুন।

মিথুন (22 May – 21 Jun)
কোনো আশা পূরণ হতে পারে। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। পড়াশোনায় মন বসাতে পারবেন। নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। ব্যক্তিগত সৃজনশীলতায় সুফল পাবেন।

কর্কট (22 Jun – 22 Jul)
ছোট ভাই-বোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। কোনো আশা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। আবেগ সংযত রাখুন।

সিংহ (23 Jul – 23 Aug)
অধীনদের কাজে লাগাতে চেষ্টা করুন। কাজকর্মে উৎসাহ বোধ করতে পারেন। আপনার প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন।

কন্যা (24 Aug – 23 Sep)
শরীর ভালো থাকতে পারে। মূল্যবোধ বজায় রাখুন। পড়াশোনায় আনন্দ পাবেন। বেহাত হওয়া সম্পদের দখল ফিরে পেতে পারেন। আর্থিক দিক ভালো যেতে পারে।

তুলা রাশিফল (24 Sep – 23 Oct)
কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। শরীর মোটামুটি ভালো থাকতে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করার চেষ্টা করুন। ব্যক্তিত্ব বিকাশের সুযোগ পেতে পারেন। কোনো বিশেষ রঙের প্রতি আকর্ষণ বোধ করতে পারেন।

বৃশ্চিক (24 Oct – 22 Nov)
পেশাগত যোগাযোগ অব্যাহত রাখুন। কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। শরীর ভালো নাও থাকতে পারে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। ব্যয় বৃদ্ধি পেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!