ফয়সল আবদুল্লাহ
রোবটের সহায়তায় অগ্ন্যাশয় অস্ত্রোপচারে অভিজ্ঞতা বিনিময় করেছে চীন ও ফ্রান্সের চিকিৎসকরা। কুয়াংচৌর সুন ইয়াত-সেন বিশ্ববিদ্যালয়ের ফাস্র্ট অ্যাফিলিয়েটেড হাসপাতালে চীনা চিকিৎসকদের সঙ্গে একাধিক জটিল অস্ত্রোপচার পর্যবেক্ষণ করেন ফরাসি সার্জনরা। অপারেশনে নেওয়া হয়েছিল রোবটের সহায়তা। এতে দুই দেশের বিশেষজ্ঞরা অস্ত্রোপচারের প্রাযুক্তিক কৌশল, হাসপাতাল ব্যবস্থাপনার অভিজ্ঞতা ভাগাভাগি করেন। ভবিষ্যতে উন্নত চিকিৎসায় যৌথ সহযোগিতা জোরদারেও একমত হয়েছে উভয় পক্ষ।
দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের রাজধানী কুয়াংচৌতে অবস্থিত সুন ইয়াত-সেন বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট অ্যাফিলিয়েটেড হাসপাতাল-এ ২০১৫ সাল থেকে অধ্যাপক ইন শিয়াওউয়ের নেতৃত্বে দলটি রোবট-সহ প্যানক্রিয়াস সার্জারি শুরু করেন। সেই থেকে তারা আট শতাধিক অপারেশন সফলভাবে সম্পন্ন করেছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, প্রতি বছর প্রায় চার লাখ ৭০ হাজার মানুষ প্যানক্রিয়াস রোগে মারা যান।
ফার্স্ট অ্যাফিলিয়েটেড হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট ইয়িন সিয়াওইয়ু জানালেন, গত কয়েক দিনে আমি তাদেরকে কয়েকটি রোবট-সহ প্যানক্রিয়াটিকো ডুওডেনেক্টমির উদাহরণ দেখিয়েছি এবং সার্জারির প্রযুক্তি নিয়ে আলোচনা করেছি।
রাফায়েল বোরদারিয়াত নামের মেমরোজ হাসপাতালের আরেক সার্জন জানান, তারা এখানে এমন কিছু প্রযুক্তিগত কৌশল শিখেছেন যা ফ্রান্সে গিয়েও কাজে লাগাতে পারবেন।
জ্যঁ মেমরোজ হাসপাতালের সিনিয়র স্ক্রাব নার্স উইলফ্রিড বোলোপিওঁ জানান, হাসপাতাল নার্সিং কাজে সহায়তার জন্য অনেক সরঞ্জাম ও যন্ত্রপাতি সরবরাহ করে, যেমন রোবট, পাম্প। এসব নানা জিনিসপত্র পরিবহনে কাজে লাগে।
ফরাসি রামসে সান্তে জঁ মেরমোজ প্রাইভেট হাসপাতাল প্রতি বছর প্রায় ১৪০টি প্যানক্রিয়াস সার্জারি সম্পন্ন করে। ফরাসি ডাক্তাররা আশা করছেন, চীনের সঙ্গে প্রযুক্তিগত সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারিত হলে তাদের সার্জারির সংখ্যার পাশাপাশি সফলতার হারও বাড়বে।
সূত্র: সিএমজি




















