Monday, December 23
Shadow

ছারপোকা ও মশা তাড়াতে কর্পূর

ঘর থেকে ছারপোকা ও মশা তাড়াতে ব্যবহার করতে পারেন কর্পূর। জেনে নেই কীভাবে কর্পূরের সাহায্যে ছারপোকা ও মশা তাড়াবেন।

ছারপোকা ও মশা তাড়াতে

১. বিছানার তোষক, ম্যাট্রেস, চাদর ঘণ্টাখানেক রোদে দেয়ার পর একটি বড় কর্পূরের টুকরো কাপড়ে মুড়ে বিছানা ও ম্যাট্রেসের মাঝামাঝি রেখে দিন। বন্ধ হবে ছারপোকার উপদ্রব।

২. ঘর থেকে মশা তাড়াতে কর্পূরের ট্যাবলেট ঘরের কোণে কোণে ছড়িয়ে দিন। মশা দূর হওয়ার পাশাপাশি ঘর থাকবে সুরভিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!