শিশুস্বাস্থ্য ও প্রাথমিক শিক্ষা নিয়ে নতুন সেবা মডেল চালু চীনে - Mati News
Friday, December 5

শিশুস্বাস্থ্য ও প্রাথমিক শিক্ষা নিয়ে নতুন সেবা মডেল চালু চীনে

চীনের বিভিন্ন অঞ্চলে এখন শিশুস্বাস্থ্য ও প্রাথমিক শিক্ষাকে একত্রিত করে গড়ে তোলা হচ্ছে নতুন এক সেবা মডেল—যেখানে নবজাতক থেকে তিন বছর বয়সী শিশুদের শারীরিক, মানসিক ও আবেগের বিকাশকে গুরুত্ব দেওয়া হচ্ছে। সিছুয়ানের মেইশান শহরে প্রতিষ্ঠিত সরকারি নার্সারি কেন্দ্রগুলোতে চিকিৎসা ও শিক্ষা মিলিয়ে পুরো দিন, অর্ধ দিন সহ ঘণ্টাভিত্তিক সেবাও মিলছে। পাশাপাশি, ব্যক্তিকৃত ওয়েলনেস প্রোগ্রাম, টিসিএমভিত্তিক মালিশ ও প্যারেন্টিং প্রশিক্ষণের হাত ধরে চীনে শিশুর সামগ্রিক বিকাশে খুলছে নতুন দিগন্ত।

china child care

চীনে শিশুদের সুস্থ বিকাশ নিশ্চিত করতে বিভিন্ন অঞ্চলে স্বাস্থ্যসেবা ও প্রারম্ভিক শিক্ষা একীভূতভাবে পরিচালিত হচ্ছে। ব্যক্তিভিত্তিক যত্ন, শারীরিক সমন্বয় ও আবেগগত বিকাশ—এসব কিছু এখন মানুষের জীবনের উচ্চমানের উন্নয়নের অংশ।

সিছুয়ান প্রদেশের মেইশান শহর, চীনের প্রথম দিকের শিশু ও নবজাতক যত্ন সংক্রান্ত পাইলট সিটি। এখানে পাঁচটি সরকারি নার্সারি প্রতিষ্ঠানে স্বাস্থ্যসেবা ও প্রারম্ভিক শিক্ষার সমন্বয় করা হয়েছে।

এর মধ্যে মেইশান মিউনিসিপ্যাল নার্সারি ইনস্টিটিউট-এ শূন্য থেকে তিন বছর বয়সী মোট ১৪০টি শিশুর সারাদিন, অর্ধদিন বা ঘণ্টাভিত্তিক যত্ন দেওয়া হয়। চিকিৎসা ও শিক্ষা দুটোই একসঙ্গে পাওয়া যায় এখানে।

মেইশান ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড কেয়ার হসপিটালের সেক্রেটারি ছেন চিয়ে জানালেন, ‘শিশুদের খাদ্য, দৈনন্দিন রুটিন, বৃদ্ধি—সবকিছুই এখানে পর্যবেক্ষণে থাকে। কোনো অসুস্থতা দেখা দিলে আমাদের সহযোগী হাসপাতালগুলো দ্রুত চিকিৎসা সেবা দেয়।’

উত্তরপূর্ব চীনের লিয়াওনিং প্রদেশের রাজধানী শেনইয়াং–এর নার্সারি কেন্দ্রে এক থেকে তিন বছর বয়সী শিশুদের জন্য রয়েছে সেন্সরি ইন্টিগ্রেশন এক্সারসাইজ—যা শিশুদের শারীরিক সমন্বয় এবং আবেগগত বিকাশে সাহায্য করে।

লি মিং নামের এক অভিভাবক বললেন, ‘আমার সন্তানের অনেক পরিবর্তন এসেছে! সেন্সরি ক্লাসে তার ব্যালান্স ভালো হয়েছে। আর মিউজিক ক্লাস তাকে প্রকাশভঙ্গিতে আত্মবিশ্বাসী করেছে। এখন বাড়িতেও পারফরম্যান্স দেখায়।‘

এ ছাড়া কেন্দ্রটিতে রয়েছে শিশুদের জন্য ব্যক্তি-ভিত্তিক ওয়েলনেস প্রোগ্রাম—যেখানে চিকিৎসা পর্যবেক্ষণ, খাদ্যাভ্যাস সংশোধন এবং ঐতিহ্যবাহী টিসিএম ম্যাসাজ থেরাপির সমন্বয় করা হয়।

চীনের এই সমন্বিত স্বাস্থ্য–শিক্ষা উদ্যোগ শিশুদের সুস্থ বিকাশে খুলে দিচ্ছে নতুন দিগন্ত।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *