Friday, April 25

নিয়ন সবুজ ও নীল জিন্সে দিশা পাটানি

দিশা পাটানিসোশ্যাল মিডিয়ায় এখন আপলোড করে সবার হৃদয় কাড়ছেন দিশা পাটানি

এই হৃদয়হারিনী তার ফিটনেস দক্ষতার জন্য পরিচিত।  দিশা পাটানি একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী এবং তার আছে একগাদা অনুসারী। সংখ্যাটা 26 মিলিয়নেরও বেশি।

গত  বৃহস্পতিবার, দিশাকে দিল্লির একটি ইভেন্টে দেখা গিয়েছিল। সেখানে চমক দেখিয়েছেন নীল চেরা জিন্সের সঙ্গে নিয়ন-সবুজ করসেট পরে। আর অভিনেত্রীর হাসিতে পাপারাজ্জিদের নির্ঘাৎ ঘুম হারাম হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *